আজকাল ওয়েবডেস্ক: অসমবয়সি প্রেম নতুন নয়, তাই বলে সহপাঠীর মায়ের সঙ্গে! এমনই কাণ্ড ঘটিয়েছেন জাপানের এক তরুণ। ৩২ বছর বয়সি তরুণের নাম তোমিওকা, আর তাঁর স্বপ্ন সুন্দরীর নাম মিডোরি। তাঁর বয়স ৫৩। ঘটনাক্রমে মিডোরি ওই তরুণেই সহপাঠীর মা। কিন্তু বন্ধুর মা হলে কী হবে, তাঁকেই বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছিলেন তরুণ।
ভালবাসা বয়সের ভেদাভেদ মানে না। ফের যেন সেটাই প্রমাণ করলেন এই দম্পতি। সম্প্রতি তাঁরা হাজির হয়েছিলেন জাপানের একটি জনপ্রিয় রিয়ালিটি শো-তে। সেখানেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন তাঁরা। জানান ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। দম্পতি জানিয়েছেন, তাঁদের প্রথম দেখা বছর দশেক আগে। পেরেন্ট-টিচার মিটিংয়ে। তরুণ সেই সময় মহিলাকে প্রথম দেখেন। আর তাতেই প্রেমে পড়ে যান তিনি।
মাঝে কেটে যায় ১০ বছর। ঘটনাক্রমে মিডোরির ডিভোর্স হয়ে যায়। বিবাহবিচ্ছেদের সুযোগ নিয়ে তরুণ এবার সিদ্ধান্ত নেন বন্ধুর মাকে নিজের মনের কথা বলেই দেবেন। যেমন ভাবা তেমন কাজ। বন্ধু তথা মিডোরির কন্যার মাধ্যমে প্রথম তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানান তোমিওকা। তৎক্ষণাৎ প্রস্তাব নাকচ করে দেন বন্ধুর মা।
আরও পড়ুন: নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা! মলত্যাগ করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
কিন্তু প্রথমে প্রস্তাব পাস না হলেও হাল ছাড়েননি তরুণ। টানা ৩০ দিন বন্ধুর মাকে একই প্রস্তাব দেন তিনি। মিডোরি জানিয়েছেন, সেই সময় বড়ই একাকিত্বে ভুগছিলেন তিনি। তাই তখন এক তরুণের এহেন আকর্ষণ ভাল লাগে তাঁর। মনের গোপনে তরুণের প্রতি আকৃষ্ট হলেও মেয়ে এবং সমাজ কী ভাববে সেই কথা মাথায় রেখে সম্পর্কে যেতে রাজি হননি মিডোরি। কিন্তু শেষ পর্যন্ত মায়ের মন বুঝতে পারেন মেয়ে। তার পর মেয়েই মাকে ঠেলে দেন বন্ধুর দিকে।
তবে সবটা পথ সহজ ছিল না। অসমবয়সি এই সম্পর্কে নারাজ ছিলেন তোমিওকা এবং মিডোরির বাবা-মা। সবাইকে রাজি করাতে শেষ পর্যন্ত বিরাট পদক্ষেপ করেন ওই তরুণ। মধ্যবয়সি প্রেমিকার জন্য জন্য প্রায় দু’কোটি টাকার বাড়ি কেনেন তরুণ। আর তাতেই কেল্লা ফতে। আর না করতে পারেনি কোনও পক্ষ। ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
