আজকাল ওয়েব ডেস্ক: কোথা থেকে একগাদা টাকা-পয়সা খরচ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না? বাড়ির কেউ না কেউ অসুস্থ হয়েই চলেছেন? বাস্তু শাস্ত্র মতে, দীর্ঘদিন পারিবারিক অশান্তি, অসুখ-বিসুখে জেরবার হয়ে থাকলে বুঝবেন, বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়েছে। কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমেই জীবনের সমস্ত বাধা বিঘ্ন কাটাতে পারেন। তেমনই একটি ম্যাজিক উপাদান হল শুকনো লঙ্কা। হ্যাঁ, আপনার হেঁশেলের এই পরিচিত জিনিসই সমস্ত কুপ্রভাব থেকে সহজে মুক্তি দিতে পারে।

কম-বেশি সব রান্নাঘরেই শুকনো লঙ্কা থাকে। শুকনো লঙ্কা যে শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে তা নয়। দৈনন্দিন জীবনেও নানা সমস্যার সমাধানও করতে পারে। কয়েকটি শুকনো লঙ্কাই ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা। বাস্তুশাস্ত্র মতে, শুকনো লঙ্কার মধ্যে এমন গুণ রয়েছে, যা জীবনে জটিল থেকে জটিল সমস্যার সমাধান করে দিতে কার্যকরী।

শাস্ত্র মতে, বাড়ির প্রধান দরজার উপরে শুকনো লঙ্কা ও লেবু ঝুলিয়ে রাখলে সবসময় পজিটিভ এনার্জি থাকে। সেই বাড়িতে কোনও প্রকার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। বাড়ির ওপর কারও কুনজর পড়ে না।

দিনরাত পরিশ্রম করেও কাজে সাফল্য মিলছে না। তাহলেও শুকনো লঙ্কার উপর ভরসা রাখতে পারেন। এক্ষেত্রে ২১টি শুকনো লঙ্কার বীজ দিয়ে রাতে মাথার চারপাশে সাত বার ঘুরিয়ে জলটি বাইরে ফেলে নিন। কিছুদিনের মধ্যেই কর্মজীবনে উন্নতি আসতে।  

অনেক দিন ধরে আর্থিক সঙ্কট চললে যেখানে টাকা রাখেন সেখানে সাতটি শুকনো লঙ্কা একটি সাদা কাপড়ে মুড়ে রাখুন। খুব কম সময়ের মধ্যে আর্থিক সমস্যা মিটে যাবে।

বাড়ির কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন? তাহলে সেই ব্যক্তির বিছানার নিচে পাঁচটি শুকনো লঙ্কা সাদা কাপড়ে ভাল করে মুড়ে রেখে দিন। এতেও উপকার পাবেন।

বাস্তুশাস্ত্র অনুসারে, শত্রু দমন করতে রাতে পাঁচটি শুকনো লঙ্কা মাটির নীচে পুঁতে দিতে হবে। পোঁতার সময় শত্রুর নাম মনে মনে বলতে হবে। এতেও শত্রু দমন হবে।