আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, নারীর জীবনে বহু রং, একই অঙ্গে বহু রূপ। অনেক চরিত্রে, ভূমিকায় দায়িত্ব পালনের মাঝে নিজের খেয়াল রাখাও জরুরি। গবেষণা বলছে, নিজের যত্ন নিলে ভাল থাকে মন। তখনই বাকি সকলকেও ভাল রাখা যায়। শরীরের সঙ্গে যত্ন নিতে হবে মনেরও। নিয়মিত বেশ কয়েকটি অভ্যাস রপ্ত করলেই মন-মেজাজ থাকবে ফুরফুরে। জেনে নিন সেই বিষয়ে-

*প্রতিদিন শরীরচর্চা করা শরীরের সঙ্গে মনের স্বাস্থ্যের জন্যও উপকারী। যার জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে যোগাসন বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। অন্তত ৩০-৪০ মিনিট হাঁটলেও উপকার পাবেন।
*দিনের শুরুতে নিয়মিত অন্তত ১৫ থেকে ২০ মিনিট মেডিটেশন করুন। হালকা গান বা মিউজিক চালিয়ে ধ্যান করতে পারেন। মেডিটেশনের জায়গায় আলো যেন কম থাকে।
*কাজের যতই চাপ থাকুক, ঘুমের সঙ্গে আপোস করলে চলবে না। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। সঠিকভাবে বিশ্রাম না হলে শরীরের সঙ্গে প্রভাব পড়বে মনের উপরও।
*দিনের শুরুতে বা আগের দিন রাতে কাজের তালিকা তৈরি করে রাখুন। এতে মানসিক চাপ কমবে, সঙ্গে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হবে। সময় বাঁচাতে এই কৌশল বেশ কার্যকর। কোনও কাজে ভুল হওয়ার বা ভুলে যাওয়ার আশঙ্কাও কম থাকে।
*মন ভাল রাখতে মন খুলে কথা বলুন। নিজের যে কোনও সমস্যা কাছের মানুষদের শেয়ার করুন। যে কোনও অনুভূতি চেপে রাখলে সমস্যা আরও বাড়ে। একইসঙ্গে নিজেকে সময় দিন। সারাদিনের যে কোনও একটা সময়ে নিজের মতো করে কাটানোর চেষ্টা করুন। সেই সময়ে নিজের পছন্দের কাজ করুন।
*স্বাস্থ্যকর খাবার শুধু শরীর ভাল রাখতে নয়, মনের স্বাস্থ্যের জন্যও ভাল। শরীরে হরমোনের ভারসাম্য ঠিক না থাকলে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বাড়ে। এতে পরোক্ষাভাবে প্রভাব পড়ে শরীরের উপর।