আজকাল ওয়েবডেস্ক: পুরুষাঙ্গ মোটা করার জন্য হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন নেওয়ার প্রবণতা ব্রিটেনে দ্রুত বাড়ছে। পুরুষদের আত্মবিশ্বাস ও শরীর নিয়ে উদ্বেগ থেকেই এই ধরণের কসমেটিক ট্রিটমেন্ট জনপ্রিয় হয়ে উঠছে। বিখ্যাত দুই কসমেটিক সার্জারি সংস্থা—মুরগেট অ্যাস্থেটিক্স ও অ্যান্ড্রোফিল জানিয়েছে, তারা এখন প্রতি মাসে যৌথভাবে প্রায় ৭০০টি পরামর্শের অনুরোধ পাচ্ছে, যেখানে তিন বছর আগে এই সংখ্যা ছিল মাত্র ১০। একই সময়ে এই ইনজেকশনের সংখ্যাও বেড়েছে বিশ গুণ—এখন মাসে ১৩০টির বেশি ইনজেকশন দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ইনজেকশন মূলত পুরুষাঙ্গের প্রস্থ বা ঘের বাড়ায়, দৈর্ঘ্য নয়। প্রাকৃতিকভাবে শরীরে পাওয়া যায় এমন হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশনের মাধ্যমে পুরুষাঙ্গের নরম টিস্যুতে ভলিউম যুক্ত করা হয়। তবে এর প্রভাব স্থায়ী নয়। কাঙ্ক্ষিত ঘের বজায় রাখতে ১-২ বছর অন্তর পুনরায় ইনজেকশন নিতে হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা উচিত এবং শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে সচেতন থাকা জরুরি।