আজকাল ওয়েব ডেস্কঃ প্রয়োজনীয় কাজ মেটাতে প্রখর গরমে দীর্ঘদিন বাইরে ঘুরছেন।রোদে পোড়া দাগ ত্বকে বাজে ভাবে ফুটে উঠছে।তাছাড়া শরীরে জলের অভাব ঘটলেও ত্বকের আর্দ্রতা হারায়। শুষ্ক, ক্ষতিগ্রস্ত ত্বকে কালো ছোপ বা দাগ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। কিন্তু প্রতিদিন ক্লিনজিং, টোনিং স্ক্রাবিং ও ময়েশ্চারাইজিং এর প্রতিটি পদক্ষেপ মেনে ত্বকের যত্ন করতে চাইলে তো হল না।এতটা সময় কোথায়?
তবে মুশকিল আসান করবে মুলতানি মাটির আইস কিউব। একদিন বানিয়ে ফ্রিজে রাখুন।এক সপ্তাহ টানা ব্যবহার করতে পারবেন। সময়ও বাঁচবে,ত্বকের দাগ ছোপও হবে গায়েব।
এই ফেসপ্যাকের জন্য একটি পাত্রে আপনার প্রয়োজনের পরিমাণ অনুযায়ী মুলতানি মাটি নিন।হাফ চামচ হলুদগুঁড়ো এবং মুলতানি মাটির পরিমাণ অনুযায়ী টক দই দিন। হলুদের পরিমাণ বেশি হলে মুখে হলদে ভাব থেকে যাবে।গোলাপ জল দিন। সম্পূর্ণ মিশ্রনটি যতটা পাতলা করা যায়,ঠিক ততটা পরিমাণ গোলাপ জল দিতে হবে।
ফ্রিজের আইস ট্রে তে চামচে করে ভরে দিন মিশ্রণটি। পরেরদিন স্নানে যাওয়ার আগে মুলতানি মাটির রেডি আইস কিউব মুখে ভাল করে ঘষে আধঘন্টা রেখে দিন। শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে ফেলুন।রোজ নিয়ম করে এই ফেসপ্যাক মাখুন।
একমাস অপেক্ষা করুন। ত্বকের দাগ ছোপ উধাও হয়ে পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন।
বহুকাল ধরে ত্বকের পরিচর্যায় এই মাটির ব্যবহার হয়ে আসছে।এই মাটি ত্বকের কালচে ভাব দূর করা, ধুলো-ময়লা পরিষ্কার ও অতিরিক্ত তেল শোষণের ক্ষমতা রাখে।
মনে রাখবেন,যাদের ত্বক শুষ্ক তারা গোলাপ জলের বদলে প্যাকে দুধ ব্যবহার করবেন।এটি খুবই গুরুত্বপূর্ণ।আপনার ফ্রিজে থাকা কয়েক টুকরো বরফই পারে এই অসাধ্যসাধন করতে। এতে ত্বকে রক্তসঞ্চালন প্রক্রিয়া ভাল হয়। ফলে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন। বরফের এই স্পেশাল ছোঁয়ায় ত্বকের ক্লান্তি তো দূর হয়ই, সঙ্গে জেল্লাও ফিরবে।
