আজকাল ওয়েবডেস্ক: পথকুকুর বিতর্কে উত্তাল দেশ। দিল্লি থেকে কুকুর সরানোর নির্দেশ আসতেই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সমাজের সকল স্তরের মানুষ রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতকে। এর থেকেই বোঝা যায় বহু মানুষের কাছেই পথকুকুর নিছক অবহেলার পাত্র নয়, বরং ভালবাসার পাত্র। অনেকেই ভালবাসার বশে মানুষের খাবারই রাস্তার কুকুরকে খাইয়ে দেন। কিন্তু জানেন কি এমন অনেক খাবার আছে যা পোষ্য কুকুরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। কোন কোন খাবার প্রিয় পোষ্যকে খাওয়ালে বিপদ হতে পারে জানেন?
১. চকোলেট: অনেকেই স্নেহের বশে কুকুরকে চকোলেট দেন। কুকুরও সুস্বাদু চকোলেট খেতে ভারী পছন্দ করে। কিন্তু চকোলেটে থাকে থিওব্রোমিন এবং ক্যাফেইন নামের দু’টি উপাদান। এই উপাদানদ্বয় কুকুরের জন্য বিষাক্ত। বিশেষ করে কুকুরের হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলতে পারে চকোলেট। এ ফলে বমি, ডায়রিয়া, অস্থিরতা, খিঁচুনি এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। ডার্ক চকলেট এবং কোকো পাউডার সবচেয়ে বিপজ্জনক।
২. পেঁয়াজ, রসুন এবং চাইভস: এই খাবারগুলিতে থাকা কিছু যৌগ কুকুরের লোহিত রক্তকণিকা নষ্ট করে দিতে পারে, যার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। রান্না করা হোক বা কাঁচা, যেকোনও অবস্থাতেই এগুলি কুকুরের জন্য ক্ষতিকর। তাই রাস্তার কুকুরদের এগুলি না খাওয়ানোই শ্রেয়।
আরও পড়ুনঃ নীরব ভালবাসা! প্রতিদিন তিনশো'র বেশি পথকুকুর কে খাওয়ান, গোয়ার 'মারিয়া আন্টি' মন জয় করলেন...
৩. আঙুর এবং কিশমিশ: কুকুরের কিডনির জন্য আঙুর এবং কিশমিশ খুবই বিপজ্জনক। অল্প পরিমাণে খেলেও আঙুর বা কিশমিশ কুকুরের কিডনি ফেলিওরের কারণ হতে পারে। ঠিক কেন এমন ঘটে তা নিয়ে নিশ্চিত নন পশুচিকিৎসকরা। কিন্তু তবু এই খাবারগুলি কুকুরদের দিতে নিষেধ করেন পশুচিকিৎসকেরা।
৪. জাইলিটল: চকোলেট ক্যান্ডি, চুইংগাম, বেকড খাবার এবং পিনাট বাটারে এই উপাদানটি দেওয়া হয়। এই উপাদান কুকুরের জন্য খুবই মারাত্মক। কারণ এটি কুকুরের শরীরে ইনসুলিনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে যেতে পারে। একে বলে হাইপোগ্লাইসেমিয়া। এই অবস্থায় কুকুরের খিঁচুনি, লিভার ফেলিওর এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
৫. অ্যালকোহল বা মদ: অ্যালকোহল কুকুরের জন্য বিষ। খুব অল্প পরিমাণে মদ কুকুরের পেটে গেলেও তার থেকে বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট হতে পারে। বিষক্রিয়া বেশি হলে চলাফেরায় সমস্যা শুরু হয়। এমনকী কুকুরের মৃত্যুর পর্যন্ত হতে পারে।
এই খাবারগুলি ছাড়াও আরও অনেক খাবার আছে যা কুকুরের জন্য নিরাপদ নয়। তাই মানুষের খাবার কুকুরকে দেওয়ার আগে সর্বদা নিশ্চিত হয়ে নেওয়া উচিত বা পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
