আজকাল ওয়েবডেস্কঃ লটারি জেতার স্বপ্ন কে না দেখেন? সেই আশায় অনেকে নিয়মিত লটারি কাটেনও। আসলে একবার লটারি জিতলে আর্থিক টানাটানিকে বশে আনা যায়, আর সেই ভাবনা থেকে লটারির টিকিট কেনার ঝোঁক দেখা যায়। কিন্তু বছরের পর বছর লটারি কেটেও অনেকের তেমন লাভ হয় না। আবার কেউ একবার লটারি কেটেই হয়ে যান কোটিপতি। সেক্ষেত্রে লটারি জিততে কয়েকটি গোপন কৌশল সাহায্য করতে পারে। যা মেনে চললে আপনারও খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। 

* ভেবেচিন্তে লটারির টিকিট কাটুন। অর্থাৎ বিগত সাতদিনের ফলাফলের উপর নজর রাখার চেষ্টা করুন। তাহলেই মোটামুটি কোন টিকিট কাটবেন সেবিষয়ে ধারণা পেয়ে যাবেন। 


* টিকিট কেনার সময় মিডল নম্বরটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নম্বরটি জিতেছে তার দিকে খেয়াল রাখুন। আগেরবার যেমন মিডল নম্বর জিতেছে তেমন নম্বর দেখে কিনুন। সঙ্গে বিকল্প হিসাবে তার বিপরীত নম্বরটিকেও বেছে নিতে পারেন। 


* লটারি জেতার আরও কৌশল হল মিডল নম্বরের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখে তার পরবর্তী দশ ঘর টিকিট কাটা। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় সুফল পাওয়া যায়।


* নির্দিষ্ট কোনও নম্বর কারওর জন্য শুভ হতে পারে। যেমন নিজের, প্রিয়জনের কিংবা সন্তানের জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি। তাই লটারির টিকিট কাটার আগে ব্যক্তিগতভাবে তেমন নম্বর বাছাই করুন যা আপনার শুভ বলে মনে করেন। 


* লটারির টিকিটের নম্বর ছাড়াও কোথা থেকে টিকিট কাটছেন তাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে  কাউন্টারে টিকিট বেশি সেখান থেকে কাটলে আপনি পছন্দ করার সুযোগ বেশি পাবেন। 


তবে এত কিছু মেনে চলার পরও লটারি নাও জিতরে পারেন। কারণ লটারি আসলে ভাগ্যের খেলা। তাই জিতলে যেমন লাভবান হবেন, তেমনই লটারি কাটা নেশায় পরিণত হলে আর্থিক ক্ষতিও হতে পারে।