আজকাল ওয়েবডেস্ক: আয়না নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। শব্দটি শুনলে আয়নাকে ঘর সাজানোর জিনিস হিসাবে দেখার কথা সচরাচর মাথায় আসে না। মাথার চুল আঁচড়ানো থেকে পছন্দের পোশাক পরে কেমন লাগছে, সেটা দেখা রোজকার হরেক কাজে মুশকিল আসান আয়না। কিন্তু একটু ঠাণ্ডা মাথায় ভাবলে দেখবেন, আয়না দিয়েও খুব সহজেই ঘরের রূপ বদলে ফেলা যায়। ঐতিহ্যশালী বিভিন্ন ধরনের ডিজাইন থেকে আধুনিক ‘মিনিমালিস্ট’ কায়দায় তৈরি আয়না, সঠিক জায়গায় লাগালে তা বদলে দিতে পারে ঘরের অন্দরসজ্জা।

আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

মিনিমালিস্ট: বসার ঘরে সোফাসেটের সঙ্গে লাগোয়া দেওয়ালে রাখতে পারেন ‘মিনিমালিস্ট’ ধাঁচের আয়না। এই ধরনের আয়না একেবারে বাহুল্যহীন, তার জন্যেই মিনিমালিস্ট বলা হয়। প্যাস্টেল রঙের সোফাসেটের সঙ্গে বা হাল্কা রঙের ফ্রেমের আয়না ব্যবহার করতে পারেন। একরঙা দেওয়ালে লাগাতে পারেন ধাতব কিংবা বাঁশ অথবা বেত দিয়ে মোড়ানো কাঠামোর গোল কিংবা আয়তাকার মিনিমালিস্ট আয়না। এই ধরনের আয়নার আরও একটি বিশেষত্ব রয়েছে। এগুলি ব্যবহার করলে ছোট ঘরকেও বড় মনে হয়।

আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

ওল্ড ইজ গোল্ড: যাঁরা ঘরে একটু ঐতিহ্যশালী অন্দরসজ্জা পছন্দ করেন, তাঁরা ব্যবহার করতে পারেন অ্যান্টিক মেহগনি কাঠের আয়না। আজকাল অনেকেই সাবেক ধাঁচে বাড়ি সাজানোর চেষ্টা করেন। তার জন্য প্রয়োজন পড়ে একটু ওজনদার পালিশ করা কাঠের আলমারি, টেবিল, চেয়ার। আর তার সঙ্গে মানানসই পালিশ করা মেহগনি কাঠের আয়নায় ঘর সাজালে ঘরে আসবে বনেদিয়ানার ছাপ। দরজার পাশে কিংবা শয়নকক্ষে মেহগনির পুরোনো ধাঁচের নকশা করা আয়না- ঘরের অন্দরসজ্জা বেমালুম পাল্টে দিতে পারে।

শৌচাগারেও ম্যাজিক: শৌচাগারে থাক ছোট্ট ভ্যানিটি আয়না। এই ধরনের আয়না বাঁকানো ধাতব শিটের উপর তৈরি হয়। ঘরও সাজানো হবে, সাজগোজেও সহায়ক হবে। বেসিনের উপরে এই আয়না লাগিয়ে আপনার শৌচাগারেও নিয়ে আসতে পারেন আধুনিকতার ছোঁয়া। অনেক সময় এই ধরনের আয়নায় সামনে পিছনে দু’ধরনের কাচ থাকে। একটি কাচ বড় প্রতিবিম্ব তৈরি করে। এর ফলে মুখের ছোটখাটো সমস্যাও সহজে চোখে পড়ে।

শৈল্পিক: ‘অ্যাবস্ট্রাক্ট’ অর্থাৎ বিমূর্ত আকারের আয়না লাগাতে পারেন সিঁড়ির দেওয়ালে। বিভিন্ন ওয়েবসাইটে সম্প্রতি খুব চাহিদা বেড়েছে কাঠের উপর অ্যাবস্ট্রাক্ট আকারের এবং উজ্জ্বল রঙের আয়নার। হাতে আঁকা আদিবাসী শিল্পকলার নকশা বাড়িকে দেবে 'বোহো' ছোঁয়া। যাঁদের হস্তশিল্পের প্রতি আগ্রহ আছে তাঁরা সাধারণ আয়নার পরিবর্তে রোজকার ব্যবহারের বিভিন্ন উপকরণ কিংবা বিভিন্ন রকম ছবি দিয়ে তৈরি আয়না ব্যবহার করতে পারেন। ঘরের পরিবেশে নিয়ে আসতে পারেন শৈল্পিক ছোঁয়া।