আজকাল ওয়েবডেস্ক: গরম ধোঁয়া ওঠা ভাতে ঘি। উফ! এই স্বাদের ভাগ হবে না! শুধু স্বাদই নয়, আর্য়ুর্বেদে ঘি-এর বহু উপকারের কথা উল্লেখ রয়েছে। তবে জানেন কি খাওয়ার সঙ্গেই ত্বকের জেল্লা ফেরাতেও দারুণ কাজ করে ঘি। হ্যাঁ, ত্বকের যত্ন নেওয়ার জন্যে অনেকেই নানান স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। কারওর ভরসা থাকে ঘরোয়া টোটকায়। তেমনই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ঘি। 

আয়ুর্বেদে উল্লেখ আছে, এক সময় প্রাচীন ভারতে ত্বকের যত্ন নেওয়ার জন্যে ঘি ব্যবহার করা হত। এমনকী সারা গায়েও ঘি মাখার রীতি ছিল। নিয়মিত ঘি-এর ব্যবহার ত্বকের জেল্লা আনতে পারে। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবেও ব্যবহার করা যেতে পারে ঘি।

কীভাবে ঘি ব্যবহার করবেন? ঘুম থেকে উঠে মুখে অল্প একটু ঘি মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে ভেজা কাপড়ে মুখ মুছে নিন। দেখবেন সারা দিন ত্বকে একটা জেল্লা বজায় থাকবে। এছাড়াও ২টেবিলচামচ ঘি, ২ টেবিলচমচ বেসন এবং ১ টেবিলচামচ দুধ একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।পেস্টটি সারা মুখে লাগিয়ে ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১বার ব্যবহার করলেই তফাত বুঝতে পারবেন। এছাড়াও আধ চামচ মধু এবং আধ চামচ ঘি ভাল করে মিশিয়ে নিন। তারপর  মুখে এবং গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩বার ব্যবহার করতে পারেন।

ঘি ব্যবহার করলে ত্বকের শুষ্কভাব কেটে যায়। চুলকানি এবং জ্বালাভাব হলেও ঘি লাগাতে পারেন আপনি। ঘি-এর ক্রিম শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দিতে পারে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে ক্ষত সারিয়ে তুলতে পারে ঘি। এছাড়া ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার জন্যেও ঘি-এর ব্যবহার করতে পারেন। এই শীতে ঠোঁটে নিয়মিত ঘি লাগালে উপকার পাবেন।