আজকাল ওয়েবডেস্কঃ বাড়ির যত্রতত্র কিংবা চিরুনিতে নয়, চুল থাকুক মাথায়। আধুনিক জীবনে এটাই বড় চ্যালেঞ্জ। যা আরও বেড়ে যায় বর্ষাকালে। বৃষ্টিভেজা চুল মুঠো মুঠো ঝরতে শুরু করে। শুধু চুল পড়া নয়, বৃষ্টির মরশুমে চুলের কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। আট থেকে আশি, আজকাল এই সমস্যায় ভুক্তভোগী কম-বেশি সকলেই। এক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চললে বর্ষাকালে চুলের যাবতীয় ঝক্কি থেকে রেহাই পাবেন। 

১. ব্যস্ততার যুগে স্নান সেরেই ভেজা চুল কোনও রকমে বেঁধে অফিসমুখো হন অনেকে। কিন্তু সেই অভ্যাস চুলের বারোটা বাজাতে দেরি লাগে না। তবে হেয়ার ড্রায়ার ছাড়াই চুল শুকনোর চেষ্টা করুন। নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল রুক্ষ্ম হয়ে যায়। হেয়ার ড্রায়ারের গরম হাওয়া মাথার ত্বকেরও ক্ষতি করে, চুলের গোড়াকেও নষ্ট করে। ভিজে চুল ক্লিপ দিয়ে আটকালে কিংবা বাঁধলেও চুলের গোড়া আলগা হয়ে যায়। 

২. শ্যাম্পুর পর সবসময় কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করুন। অনেকেই শ্যাম্পুর পর এগুলি ব্যবহার করতে ভুলে যান। কিন্তু চুলের স্বাস্থ্য ভাল রাখতে সপ্তাহে তিন দিন শ্যাম্পু এবং তারপরই কন্ডিশনার ও সিরাম ব্যবহার করা জরুরি। তবে চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না। 

৩. অনেকেরই স্নানের পর চুল আঁচড়ানোর অভ্যাস রয়েছে। কিন্তু ভিজে অবস্থায় চুলের গোড়া আলগা থাকে। ফলে চুল পড়ার সমস্যা বাড়ে। একইসঙ্গে চুল আঁটসাঁট করে চুল বাঁধবেন না। চুলের গোড়া শক্ত করে বাঁধলে ফলিকল নষ্ট হয়। ফলে চুলের বৃদ্ধিতে সমস্যা দেখা দেয়। তাছাড়া রক্ত চলাচলেও ব্যাঘাত ঘটে।