সদ্যই বড়দিন গেল। আর ২৫ ডিসেম্বরে অনেকের বাড়িতেই পার্টি হয়। বন্ধুবান্ধব, আত্মীয়রা আসেন। অনেকে বাথরুম ব্যবহারের পর সেখান থেকে দুর্গন্ধ আসছে? ঘরে টিকতে পারছেন না কিছুতেই? তাহলে জেনে নিন কী করলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। 

পার্টি হোক বা না হোক, দিনে একাধিকবার বাথরুম ব্যবহৃত হয়। কিন্তু রোজ রোজ তো পরিষ্কার করা সম্ভব নয়। ফলে দুর্গন্ধের সমস্যা তৈরি হতেই পারে। যা বাড়িতে পার্টি থাকার পর অনেক সময় বেড়ে যেতে পারে। এর মূল কারণ ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু। 

বাথরুম পরিষ্কার করলে জীবাণু মরে যায়। কিন্তু দুর্গন্ধের থেকে সহজে মোটেই মুক্তি পাওয়া যায় না। এদিকে আজকাল অধিকাংশ বাড়ি, ফ্ল্যাটেই বাথরুম বেডরুমের সঙ্গে লাগোয়া। ফলে দুর্গন্ধ বেরোলে সমস্যা মারাত্মক বেড়ে যায়। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে রুম ফ্রেশনার ব্যবহার করেন। তবে প্রতি মাসে দাম দিয়ে দিয়ে প্রচুর রুম ফ্রেশনার না কিনেও দুর্গন্ধের মোকাবিলা করতে পারেন। এই সহজ ঘরোয়া টোটকায় পকেটে যেমন চাপ পড়বে না তেমনই সমস্যাও সমাধান হবে। আর জন্য লাগবে দেশলাই কাঠির বাক্স। কীভাবে এটি ব্যবহার করলে বাথরুমের দুর্গন্ধ কমবে জেনে নিন। 

সবার আগে বাথরুমের কোন জায়গা থেকে দুর্গন্ধ আসছে সেটা চিহ্নিত করুন। এবার সেখানে গিয়ে কয়েকটা দেশলাই কাঠি জ্বালিয়ে ফেলে রাখুন। কিছু সময় পর প জল দিয়ে ধুয়ে দিন। এতে সহজে দুর্গন্ধ দূর হবে। 
যদি প্রচুর দুর্গন্ধ বেরোয় সুলভ শৌচালয়ের মতো তাহলে কিছু কাঠকয়লা এবং কয়েকটি দেশলাই কাঠি একসঙ্গে বাথরুমে জ্বালিয়ে দিন। এর গন্ধেই দূর হয়ে যাবে বাথরুমের দুর্গন্ধ। 

অনেকেই এই সহজ টোটকার বিষয়ে জানেন না। ফলে অদ্ভুত লাগলেও লাগতে পারে। কিন্তু বাড়িতে কখনও এমন সমস্যা হলে এই টোটকা করে দেখুন, সহজেই মুক্তি পাবেন।