আজকাল ওয়েবডেস্ক: বিনোদন থেকে ব্যাঙ্কের লেনদেন, রোজকার জীবনে ইন্টারনেটের ব্যবহার সর্বত্র। মোবাইল বা ল্যাপটপ যেমন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, তেমনই এই সব যন্ত্র এবং ইন্টারনেট ব্যবহার করে ছলচাতুরি করার প্রবণতাও বেড়ে চলেছে। বিশেষ করে যাঁরা এখনও নতুন প্রযুক্তির সঙ্গে পুরোপুরি তাল মেলাতে পারেননি তাঁদের বিপদ অনেকটাই বেশি। আজকাল ফোনের মাধ্যমে টাকা খোয়ানো থেকে গোপন ভিডিও চুরি হয়ে যাওয়া, নানান রকম ছলনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচার উপায় কী?
১। প্রত্যেক ওয়েবসাইটের নিজস্ব একটি মৌলিক ঠিকানা থাকে। একে ‘ইউ আর এল’ বলে। অনেক সময় আপনার পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য চুরি করার জন্য হ্যাকাররা প্রচলিত বিভিন্ন সংস্থার নামে নকল পেজ তৈরি করে। এই ধরনের পেজ অবিকল আসল পেজের মতোই দেখতে। কিন্তু এই নকল পেজে লগ ইন করলেই চুরি হয়ে যেতে পারে পাসওয়ার্ড। এই ধরনের হ্যাকিং থেকে বাঁচতে লগ ইন করার আগে খতিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট ইউআরএল। নয়তো চুরি হয়ে যেতে পারে পাসওয়ার্ড। কোনও সন্দেহের অবকাশ থাকলে করা চলবে না লগ ইন।
 
 ২। কি লগার এমন এক ধরনের সফটওয়্যার যা ফোন ও ল্যাপটপের মতো যন্ত্রে প্রবেশ করলে সেই যন্ত্রে যা যা বোতাম চাপা হয় তার সমস্ত তথ্য বলে দেয় হ্যাকারকে। তারপর হ্যাকার সেই তথ্য থেকে পাসওয়ার্ড সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি করে নিতে পারে। এই ধরনের হ্যাকিং এড়ানোর একমাত্র উপায় কম্পিউটার বা ল্যাপটপে নির্ভরযোগ্য কোনও সংস্থার অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা।
৩। প্রতারণা মূলক ফোন কলের সমস্যা এখন মারাত্মক হারে বেড়ে গিয়েছে। এই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, নেট মাধ্যমে গিফ্ট কার্ড পেয়েছেন, আপনার নামে ঋণ নেওয়া হয়েছে বা আপনি লটারি পেয়েছেন, এমন হাজারো ছলের মাধ্যমে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর তথ্য জানতে চান। মনে রাখবেন, টাকা পয়সা সংক্রান্ত কোনও লেনদেনের জন্য ব্যাঙ্ক ফোন মারফত পাসওয়ার্ড জানতে চায় না। অনেক সময় প্রতারকরা ব্যাঙ্ক কর্তা বা পুলিশের লোক বলেও নিজের পরিচয় দিয়ে থাকেন। তার পর টাকা চান। কোনও মতেই এই ফাঁদে পা দেবেন না।
৪। সব শেষে বলতে হয় ফিসিং পদ্ধতির কথা। এই পদ্ধতিতে হ্যাকাররা বিভিন্ন মেসেজ বা ইমেল মারফত বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায়, এই লিঙ্কে ঢুকলেই চুরি হয়ে যেতে পারে সব ব্যক্তিগত তথ্য। এই ধরনের প্রতারণা থেকে বাঁচার এক মাত্র উপায় অযাচিত লিঙ্ক কিংবা অসুরক্ষিত ওয়েবসাইট থেকে নেটমাধ্যমে লগ ইন না করা। কোনও অপরিচিত নম্বর থেকে কোনও ছাড় বা ভিডিওর লিঙ্ক এলে, সেই লিঙ্কে ঢোকা যাবে না একেবারেই।
