আজকাল ওয়েবডেস্ক: ছোট বাথরুমকে বড় দেখানোর চ্যালেঞ্জের মুখে পড়েন কমবেশি অনেকেই। আর শৌচাগারের অন্দরসজ্জার ভাবনাও মাথায় আসে সব ঘর সাজানোর পর। তবে ছোট বাথরুমকেও কিন্তু আপনি অনায়াসে বড় দেথাতে পারেন। কীভাবে? সেখানেই তো চমক। অন্দরসজ্জা শিল্পীদের মতে, বাড়ির অন্যান্য অংশের মতো শৌচাগারের অন্দরসজ্জাও গৃহস্থের রুচির পরিচয় বহন করে। তাহলে ছোট বাথরুমকে কীভাবে বড় দেখাবেন? কীভাবেই বা শৌচাগারের অন্দরসজ্জা করবেন?   রইল সেই সব উপায়-

টাইলসের আকার বড় রাখুন- টাইলসের আকার যত বড় রাখবেন, বাথরুম ততই বড় দেখাবে। সেক্ষেত্রে জোড়াহীন টাইলস ব্যবহার করতে পারেন। এরকম টাইলস ব্যবহার করলে পুরো বাথরুমকে মনে হবে যেন একটা টাইলসে ঢাকা। সবমিলিয়ে বড় দেখাবে বাথরুম।

সঠিক রং বাছুন- শৌচাগারে কী কী রাখবেন তার সঙ্গে দেওয়াল, মেঝে, কমোড কিংবা অন্যান্য জিনিসের সঙ্গে রঙের সমন্বয় থাকছে কি না, তা আগে থেকে দেখে নেওয়া জরুরি। কারণ শৌচাগার সাজানোর অন্যান্য ছোটখাটো জিনিস পাল্টানো গেলেও মেঝের টাইলস বা কমোড কিন্তু পাল্টানো বেশ ঝক্কির। হালকা রঙের টাইলস বাছতে পারেন। একই আকারের দুটি ভিন্ন রঙের বস্তু পাশাপাশি রাখলে যার রং হালকা, সেটিই বড় দেখাবে। তাই সাদা কিংবা সাদার শেড বা যে কোনও রঙের হালকা শেড বেছে নিন।

এক রঙের বাথরুমের ফিটিংস- বাথরুমের ফিটিংস সব এক রঙের থাকলে ভাল দেখাবে। আর তা যদি টাইলসের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে হয়, তাহলে সবচেয়ে ভাল। যেমন আপনার পুরো বাথরুম সাদা রঙের হলে ফিটিংসগুলো কালো রঙে করতে পারেন। বাথরুম হালকা গোলাপি বা প্রবাল রঙের হলে ফিটিংসে আনতে পারেন সোনালির ছোঁয়া ব্যবহার করতে পারেন।

বাথরুমে দরজায় ক্যাবিনেট- বাথরুমে প্রবেশের দরজার উপরে যদি ক্যাবিনেট বানিয়ে ফেলেন তা আলাদা করে কম চোখে পড়বে। বাথরুমে যত কম জিনিস থাকবে ততই ছিমছাম লাগবে। 

বেসিনের আকার এবং রং- শৌচাগারে থাকা বেসিনটির আকার এবং রং কেমন হবে তা-ও আগে থেকে ভেবে নেওয়া জরুরি। সাধারণত কমোড, বাথটব এবং বেসিনের মধ্যে সামঞ্জস্য রেখেই অন্দরসজ্জা পরিকল্পনা করা হয়। তাই অন্দরসজ্জা করার সময় এই বিষয়টি কিন্তু মাথায় রাখতেই হবে।

আয়নার ব্যবহার-নিজের সঙ্গে কথা বলা, নিজেকে চেনার বা জানার এককথায় বাথরুমে একান্ত মুহূর্তে আয়না যেন হয়ে ওঠে নিজেরই প্রতিচ্ছবি। তবে ছোট জায়গা বড় দেখানোর ক্ষেত্রে বুঝেশুনে আয়নার ব্যবহার করতে হবে।