আজকাল ওয়েব ডেস্ক: আজ আলোর উৎসব দীপাবলি। বাঙালির কালীপুজো ঘর-বাড়ি সেজে ওঠে আলোয় আলোয়। আজকাল বাড়ি সাজানোর জন্য প্রদীপের জায়গা নিয়েছে হরেক রকম বৈদ্যুতিন আলো।কিন্তু বিদ্যুতের বাতি লাগানোর সময়ে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। নচেৎ উৎসবের দিনে ঘটে যেতে পারে বড় বিপদ। তাহলে কী কী সাবধানতা মেনে চলবেন? জেনে নিন।
সাধারণত দীপাবলি মিটে গেলে যে লাইটগুলি আমরা রেখে দিই তা আর বছরভর খুলে দেখা হয় না। তাই সেই আলো লাগানোর আগে ইলেকট্রিক তার ঠিক আছে কিনা দেখে নিন। মাঝখান থেকে তার ছিঁড়ে গেলে লাইট লাগাতে গিয়ে বিপদে পড়তে পারেন। একইসঙ্গে দোকান থেকে নতুন বাতি কেনার সময়ই ভাল করে যাচাই করে নিন।
লাইট লাগানোর জায়গায় আর্তিং ঠিক আছে কিনা দেখে নিতে হবে। প্রতিটি ক্ষেত্রে দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করিয়ে তবেই তা ব্যবহার করা উচিত। না হলে সমস্যায় পড়তে পারেন। বারান্দার লোহার গ্রিলে কিংবা জানলায় লাইট ঝোলানোর আগে ইলেকট্রিক তারের কোনও অংশ যেন ছেঁড়া না থাকে তা খুঁটিয়ে দেখুন।
একই প্লাগে অনেকগুলো লাইটের কানেকশন দিলে সর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি লাইটের জন্য আলাদা আলাদা কানেককশন ব্যবহার করুন। প্রয়োজনে এক্সটেনশন ব্যবহার করতে পারেন।
ভিজে হাতে কখনই প্লাগে হাতে দেবেন না। বাড়ির ছোটরা যাতে ইলেকট্রিক লাইটের কাছে যেতে না পারে এবং প্লাগে হাত না দেয় সেদিকে খেয়াল রাখুন।
