আজকাল ওয়েবডেস্ক: কখনও দেওয়াল জুড়ে দাপাদাপি, আবার কখনও মেঝেতে ঘোরে বহাল তবিয়তে ঘুরে। গৃহস্থ বাড়ির অতি পরিচিত প্রাণী টিকটিকি ভয় পান অনেকেই। এই প্রাণী শুধু পোকা খেয়ে সাফ করে, তা নয়। সঙ্গে ঘর নোংরাও করে। আর একবার ঘরে ঢুকে পড়লে এদের তাড়াতেও কালঘাম ছুটে যায়। তবে কয়েকটি ঘরোয়া উপায়ে টিকটিকির উৎপাত থেকে মুক্তি পেতে পারেন।

রসুন, কফি, তামাক এবং লঙ্কাগুড়োর গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। তাই টিকটিকি তাড়াতে ঘরের কোণে কোণে এক টুকরো পেঁয়াজ বা রসুন, অথবা লঙ্কাগুঁড়ো খোলা অবস্থায় রেখে দিতে পারেন।

বাড়িতে ভিনিগার থাকলেও টিকটিকির উপদ্রব থেকে নিস্তার পাওয়া সম্ভব। একটি বাটিতে সমপরিমাণ ভিনিগার এবং জল মিশিয়ে নিন। এবারের কাপড় ভিজিয়ে কিচেন ক্যাবিনেট, ডাইনিং টেবিল মুছে নিন। খাবারের দাগ, গন্ধ, ময়লা না দেখতে পেলে টিকটিকি আসবে না।

ডিমের খোসার তীব্র গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। তাই একসঙ্গে অনেক ডিমের খোসা জমা করে রাখলেও ভয়ে পালাতে পারে এই প্রাণী।

ঘরের কোণে, জানলা বা দরজায় ময়ূরের পেখম রেখে দিতে পারেন। ময়ূর টিকটিকি খায়। তাই পেখম দেখে ধারেকাছেও ঘেঁষতে ভয় পাবে টিকটিকি।

স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় পোকা-মাকড় জমলেও সেগুলি খেতে টিকটিকির আসতে শুরু করে। এঁটো, উদ্বৃত্ত খাবার খোলা ফেলে রাখলেও টিকটিকির উৎপাত বাড়ে। এছাড়া ডাইনিং টেবিল, কিচেন ক্যাবিনেটেও ন্যাপথলিন রেখে দিতে পারেন। এতে টিকটিকি ঘেঁষবে না।