আজকাল ওয়েব ডেস্ক: সময়ের সঙ্গে ক্রমশই ছোট হচ্ছে পরিবার৷ সঙ্গে কমছে বাড়ির আয়তনও। দু’কামরা কিংবা এক কামরার ফ্ল্যাটবাড়িতে থাকতেও অভ্যস্ত হয়ে উঠেছেন অনেকে। তবে আয়তনে ছোট হোক কিংবা বড়, নিজের বাড়ি সকলের কাছেই খুব ‘স্পেশাল’। আসলে বাড়ি মানে তো শুধুই ইঁট-কাঠ-কংক্রিটের চার দেওয়াল নয়, নিজের মনের মতো সাজিয়ে ছোট্ট বাসাতেই সংসার পাতার প্রয়াস। তাহলে বাজেটের মধ্যে কীভাবে আপনার ছোট বাড়িকে সাজিয়ে তুলবেন? রইল টিপস।
ঠিক মতো আসবাব বাছুন
ছোট বাড়িতে অতিরিক্ত কোনও আসবাব নয়, বরং এমন কিছু বাছুন যা একাধিক আসবাবের কাজ করবে। যেমন ধরুন, একটা বড় ওয়ার্ডরোব বানিয়ে সেখানেই জামা কাপড় থেকে ফাইলপত্র সব গুছিয়ে রাখতে পারেন। সেই ওয়ার্ডোবের সঙ্গেই কাচ ফিট করে আয়নাও বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে লাইট রাখলে ড্রেসিং রুম হিসেবেও ব্যবহার করা যাবে।
ফার্নিচারের আকার ঠিক রাখুন
কোনও আসবাই সোজা কিংবা ছুঁচলো রাখবেন না। বদলে ঘরে ঢেউ খেলানো বা গোলাকৃতি আসবাব রাখুন। এতে যেমন জায়গাও কম লাগবে, তেমনই দেখতেও ভালো লাগে। যেমন রাউন্ড শেপের কফি টেবিলের সঙ্গে ঢেউ খেলানো সোফা সেট বেশ মানাবে।
পর্দা আর কুশনে নজর দিন
ঘর সাজানোর জন্য পর্দার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গ দেয় কুশান কভারও। এক রংয়ের পর্দার সঙ্গে মাল্টি কালারের কুশন রাখলে ঘরের শোভা আরও বাড়বে।
বুঝে ঘরের রং বাছুন
ঘর ছোট হোক কিংবা বড়, ঘরের সৌন্দয্যের জন্য রং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই শোভা বাড়াতে রং ঠিক মতো বাছতে হবে। যদিও সকলের পছন্দ এক রকম নয়। কারোর ভাল লাগে হালকা, কারোর আবার বেশ গাঢ় রং পছন্দ। নিজের রুচি অনুযায়ী রং বাছতে পারেন। তাই হালকা রং বাছাই শ্রেয়। আসলে ডিপ রঙ ব্যবহার করলে ঘর অন্ধকার লাগে। কারণ এতে ঘরে আলো খেলে ভাল। আসবাবের সঙ্গে ঘরের রংয়ের সামঞ্জস্য রাখাও জরুরি।
সঠিক আলো লাগান।
ঘরের রং অনুযায়ী আলো ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, আলোর সঙ্গে কিন্তু মনের সংযোগ আছে। তাই ঘর সাজানোর জন্য আলো ঠিক মতো লাগাতে হবে।
ঠিক মতো আসবাব বাছুন
ছোট বাড়িতে অতিরিক্ত কোনও আসবাব নয়, বরং এমন কিছু বাছুন যা একাধিক আসবাবের কাজ করবে। যেমন ধরুন, একটা বড় ওয়ার্ডরোব বানিয়ে সেখানেই জামা কাপড় থেকে ফাইলপত্র সব গুছিয়ে রাখতে পারেন। সেই ওয়ার্ডোবের সঙ্গেই কাচ ফিট করে আয়নাও বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে লাইট রাখলে ড্রেসিং রুম হিসেবেও ব্যবহার করা যাবে।
ফার্নিচারের আকার ঠিক রাখুন
কোনও আসবাই সোজা কিংবা ছুঁচলো রাখবেন না। বদলে ঘরে ঢেউ খেলানো বা গোলাকৃতি আসবাব রাখুন। এতে যেমন জায়গাও কম লাগবে, তেমনই দেখতেও ভালো লাগে। যেমন রাউন্ড শেপের কফি টেবিলের সঙ্গে ঢেউ খেলানো সোফা সেট বেশ মানাবে।
পর্দা আর কুশনে নজর দিন
ঘর সাজানোর জন্য পর্দার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গ দেয় কুশান কভারও। এক রংয়ের পর্দার সঙ্গে মাল্টি কালারের কুশন রাখলে ঘরের শোভা আরও বাড়বে।
বুঝে ঘরের রং বাছুন
ঘর ছোট হোক কিংবা বড়, ঘরের সৌন্দয্যের জন্য রং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই শোভা বাড়াতে রং ঠিক মতো বাছতে হবে। যদিও সকলের পছন্দ এক রকম নয়। কারোর ভাল লাগে হালকা, কারোর আবার বেশ গাঢ় রং পছন্দ। নিজের রুচি অনুযায়ী রং বাছতে পারেন। তাই হালকা রং বাছাই শ্রেয়। আসলে ডিপ রঙ ব্যবহার করলে ঘর অন্ধকার লাগে। কারণ এতে ঘরে আলো খেলে ভাল। আসবাবের সঙ্গে ঘরের রংয়ের সামঞ্জস্য রাখাও জরুরি।
সঠিক আলো লাগান।
ঘরের রং অনুযায়ী আলো ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, আলোর সঙ্গে কিন্তু মনের সংযোগ আছে। তাই ঘর সাজানোর জন্য আলো ঠিক মতো লাগাতে হবে।
