আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও বৃহস্পতির আলাদা মাহাত্ম্য রয়েছে। চাঁদ প্রায় আড়াই দিন একটি রাশিতে থাকেন এবং প্রতি ১৫ দিনে একই রাশিতে ফিরে আসেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রদেবই একমাত্র যিনি সবচেয়ে দ্রুত গতিতে চলেন। যার ফলে কোনও না কোনও গ্রহের সঙ্গে চন্দ্রের যুতি হয়, বা দৃষ্টি পড়ে শুভ-অশুভ রাজযোগ তৈরি হয়। যেমন বৃহস্পতি ও চন্দ্রের সংমিশ্রণে শক্তিশালী গজকেশরী যোগ গঠিত হতে চলেছে।
আজ ১৪ মার্চ দুপুরে চন্দ্র প্রবেশ করবেন কন্যা রাশিতে। এরপর ১৭ মার্চ বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত সেখানেই থাকবেন। এই সময় বৃহস্পতি রয়েছেন বৃষ রাশিতে। তাঁর দৃষ্টি চন্দ্রের উপর পড়েই তৈরি হবে গজকেশরী যোগ। দোলের দিন এই গজকেশরী রাজযোগ ৫ রাশির ভাগ্যের চাকা ঘুরবে৷ তাহলে সৌভাগ্যের দরজা খুলবে কাদের, জেনে নেওয়া যাক-
বৃষ- গজকেশরী রাজযোগে সুখের সাগরে ভাসবে বৃষ রাশির জাতক-জাতিকারা। এই সময়ে গাড়ি, বাড়ি কিং আ সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। সুষ্ঠুভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। পরিবারের সঙ্গে সুসময় কাটবেন।
মিথুন- বৃহস্পতি ও চন্দ্রের সংমিশ্রণে মিথুন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।
কর্কট- কর্কট রাশির জীবনে সুদিন ফেরাবে গজকেশরী রাজযোগ। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন।বিলাসিতায় জীবন কাটাবেন৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিক হতে পারেন।
সিংহ- গজকেশরী রাজযোগের প্রভাবে সিংহ রাশির শুভ সময় আসতে চলেছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। বন্ধুর কাছে ঋণের টাকা শোধ করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কন্যা- কন্যা রাশিকে সৌভাগ্যের শীর্ষে নিয়ে যাবে গজকেশরী রাজযোগ৷ বৈবাহিক সম্পর্ক মজবুত হবে৷ কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূল থাকবে। সহকর্মীরা কাজে সহযোগিতা করবেন। ব্যবসায়ে আলোচনা করে যে কোনও সিদ্ধান্ত নিন।
