আজকাল ওয়েব ডেস্ক: বাড়িতে যাই করুন না কেন, তা যদি সব বাস্তু নিয়ম মেনে হয় তাহলে ঝরে পড়ে সুখ ও সৌভাগ্য। প্রচলিত বিশ্বাস বলছে, যে কোনও বাড়ির অর্থ, সম্পদ, সমৃদ্ধি নির্ভর করে বাস্তুশাস্ত্রের উপর। তাই বিশেষজ্ঞরা বাড়িতে কোনও জিনিস বা বস্তু রাখার সময় বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। আসলে অনেক সময়েই কঠোর পরিশ্রম করেও যোগ্য সম্মান, অর্থ পাওয়া যায় না। আপ্রাণ চেষ্টা করেও মেলে না প্রাপ্য টাকা। আবার সামান্য বিষয়ে অশান্তি-ঝামেলাও পিছু ছাড়ে না। সেক্ষেত্রে সামান্য একটি বাস্তুর টোটকা মানলেই ঘরে আসবে টাকা, দূর হবে সমস্ত নেগেটিভ এনার্জি। কী সেই ম্যাজিক টোটকা? জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
ঘরের নেতিবাচক শক্তি দূর করার জন্য কয়েকটা কর্পূর, এক মুঠো হলুদ সরষে, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ নিন। এবার সবকিছু একসঙ্গে দিয়ে আগুন জ্বালান। সারা ঘরে সেই আগুনের ধোঁয়া ছড়িয়ে দিন। দীপাবলির কয়েক দিন রোজ বাড়িতে এই ধুনোর ধোঁয়া দিলে উপকার পাবেন।
হিন্দু ধর্মে পূজার্চনা ও জ্যোতিষের নানান উপায় লবঙ্গের ব্যবহার লক্ষ করা যায়। জ্যোতিষে লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী জীবনে সুখ-সমৃদ্ধি ও অর্থ লাভের জন্য লবঙ্গ ব্যবহার করা যায়। একইসঙ্গে ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস৷ কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তা-ই নয়, এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান৷ বাস্তশাস্ত্রবিদেরা মনে করেন, কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয়৷ শান্তি ও সমৃদ্ধি আসে৷ পরিবারে শান্তি, অর্থভাগ্য ফেরাতে কালো সরষেও কার্যকরী।
