আজকাল ওয়েবডেস্কঃ সময়ের সঙ্গে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। একটা সময় ছিল, হার্ট অ্যাটাক মূলত পুরুষদের এবং বয়স্কদের অসুখ বলে মনে করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধারণা বদলে গিয়েছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, অনিয়মিত জীবনধারা, শরীরচর্চা অভাব সহ বিভিন্ন কারণে অল্প বয়সিদের মধ্যেও বাসা বাঁধছে বিভিন্ন ধরনের হৃদরোগ। বিশেষজ্ঞদের মতে, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা যায়। হাত-পায়েও হার্টের রোগের লক্ষণ দেখা যায়। যা বুঝে সাবধান হলে অনেকাংশেই বিপদ এড়ানো সম্ভব।
* হাত ও পায়ের পাতা ঠান্ডাঃ যদি আপনার হাত ও পা ঠান্ডা থাকে, তাহলে তা হৃদযন্ত্রের কারণে রক্ত সঞ্চালনের দুর্বলতার লক্ষণ হতে পারে। যখন হৃদপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, তখন রক্ত হাত এবং পায়ের মতো অঙ্গ থেকে দূরে যায়। ফলে হাত এবং পা ঠান্ডা, ঘামতে শুরু করে।
* হাত ও পা ফুলে যাওয়াঃ হাত অথবা পা ফুলে যাওয়া এডিমা নামেও পরিচিত। এটি হৃদযন্ত্রের ব্যর্থতার লক্ষণ হতে পারে। যখন হৃদপিণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়, তখন হাত ও পায়ে তরল জমা হতে থাকে। ফলে ফোলাভাব দেখা দেয়, বিশেষ করে পায়ে এই লক্ষণ নজরে আসে।
* অসাড়তা বা ঝিনঝিন অনুভূতিঃ ধমনীতে অবরুদ্ধ থাকার কারণে রক্ত প্রবাহ কম হলে হাত ও পায়ে অসাড়তা বা সূঁচের মতো অনুভূতি হতে পারে। তবে যদি এটি ক্রমাগত হয় তাহলে তা পেরিফেরাল স্নায়ুতে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে।
* নীলাভ বা বেগুনি আভাঃ হাত ও পায়ের পাতা নীলাভ বা বেগুনি রঙের বিবর্ণতা বোঝায় যে আপনার রক্ত পর্যাপ্ত অক্সিজেন বহন করছে না। এটি হৃদপিণ্ডের কার্যকারিতা কমে যাওয়া বা ধমনীতে ব্লকের কারণে হতে পারে।
* বাম হাতে ব্যথাঃ যদিও এটি হার্ট অ্যাটাকের একটি গুরুতর লক্ষণ। এক্ষেত্রে বাঁ হাত, কাঁধে ব্যথা অনুভব হতে পারে। শরীরের এই জায়গাতে অস্বস্তি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।
