আজকাল ওয়েবডেস্ক: ঘুমের মধ্যে আমরা মাঝেমধ্যেই স্বপ্ন দেখে থাকি৷ কখনও তা সুখের স্বপ্ন হয়, কখনও আবার দুঃখের। কখনও ছবির মতো স্পষ্ট মনে থাকে স্বপ্নের কথা৷ কখনও আবার ঘুম থেকে ওঠার পরে মনেই থাকে না সেই স্বপ্নের কথা৷ স্বপ্নে অনেকেই সাপ দেখে থাকেন৷ স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এই ভাবে স্বপ্নে সাপ দেখতে পাওয়া কিসের ইঙ্গিত জানেন? এটা শুভ নাকি, অশুভ?

 

 

প্রকৃতপক্ষে, স্বপ্নশাস্ত্র অনুসারে, প্রতিটি স্বপ্নের পিছনে একটা বিজ্ঞান থাকে৷ আপনি আপনার স্বপ্নে যা দেখেন, সেগুলির সমস্তকিছুরই অর্থ রয়েছে। আপনি যদি কখনও সাপের স্বপ্ন দেখেন, তবে তা আপনার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে হতে পারে, যা আপনার অবচেতন মনে রয়ে গেছে। আর তখনই আপনি সাপ দেখতে পান৷ বা অনেকে মনে করেন এই স্বপ্ন দেখার কারণ হল সন্তান লাভের ইঙ্গিত। কিন্তু, আপনি যদি স্বপ্নে ক্রমাগত সাপ দেখতে থাকেন, অর্থাৎ, কয়েক মাসের মধ্যে একাধিকবার আপনার স্বপ্নে সাপ আসে, তবে এটি অশুভ বলে বিবেচিত হয়। 

 

 

 

সাপ হল কেতুর প্রতীক। সাধারণত এটি আপনার জীবনে নেতিবাচকতার ইঙ্গিত দেয়। কেতু জীবনে একাকীত্ব, বিচ্ছেদের অর্থ বয়ে আনে। তাই আপনি যদি আপনার স্বপ্নে বারবার সাপ দেখতে পান, তাহলে জানবেন কেতু এমন কিছু সমস্যা নিয়ে আসছে যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না। কিন্তু এই কারণে ভয় না পেয়ে নিজের মনকে শক্ত রেখে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে নিজেকেই।