আজকাল ওয়েবডেস্ক: আজ ১২ এপ্রিল চৈত্র পূর্ণিমা তিথি। হিন্দুধর্ম অনুসারে শনিবার শনিদেবের প্রিয় দিন। এরই সঙ্গে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। চৈত্র পূর্ণিমার এই দিনেই জন্ম নিয়েছিলেন ভগবান হনুমান। তাই এই দিনটি হনুমান ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
পঞ্জিকা মতে, আজ সারাদিন চন্দ্র কন্যা রাশিতে গোচর করবেন। চন্দ্র মন ও অনুভূতির কারক বলে মনে করা হয়। অন্যদিকে সূর্য এখন অবস্থান করছে মীন রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ সারারাত পূর্ণিমা তিথি থাকছে। পাশাপাশি আজকের দিনটি বিশেষ কারণ- আজ একই সঙ্গে ব্যাঘাত যোগ ও হর্ষ যোগের প্রভাব থাকছে। ব্যাঘাত যোগকে জ্যোতিষ শাস্ত্র মতে অশুভ ধরা হয়। আর হর্ষ যোগে মানুষ নিজের দুর্বলতাগুলোকে নিজের শক্তিতে রূপান্তরিত করে।
আজ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব ও হনুমানজির কৃপা কিছু বিশেষ রাশির উপর বর্ষিত হবে। কোন কোন রাশির ভাগ্য ফিরবে আজকে?
মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য আজ দিনটি কর্মক্ষেত্রে শুভ হতে পারে। শনিদেবের কৃপায় কর্মে উন্নতি এবং হনুমানের আশীর্বাদে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভাগ্যোদয়ের সুযোগ নিয়ে আসতে পারে। শনিদেবের স্থিতিশীল প্রভাব এবং হনুমানের রক্ষা কবচ অনেক বাধা থেকে মুক্তি দিতে পারে।
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্যও আজ আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিদেবের আশীর্বাদে দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে এবং হনুমানের কৃপায় শত্রুদের উপর বিজয় লাভ করতে পারেন।
এছাড়াও, কুম্ভ রাশির জাতকদের উপর শনিদেবের বিশেষ দৃষ্টি রয়েছে আজকের দিনে, তাই তাঁদের জন্যও আজকের দিনটি শুভ।
