আজকাল ওয়েব ডেস্ক: রুমাল আমরা প্রায় সকলেই ব্যবহার করি। যে কোনও বয়সেই দৈনন্দিন জীবনে রুমাল প্রয়োজনীয় জিনিস। কিন্তু জানেন কি সামান্য এই রুমালই আপনার জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সঠিক রঙের রুমাল ব্যবহার করলে আপনার সৌভাগ্য ফিরতে পারে। তাহলে কোন রাশির জন্য কোন রঙের রুমাল শুভ, জেনে নিন।

মেষ রাশি: লাল, হলুদ, গোলাপী এবং গেরুয়া রঙের রুমাল মেষ রাশির জন্য শুভ। এই সব রঙের রুমাল ব্যবহার করলে দ্রুত মিলবে সাফল্য। 

বৃষ রাশি: এই রাশির জন্য সাদা, সবুজ, ফিরোজা বা রূপালী রঙের রুমাল শুভ। এই সব রঙের রুমাল ব্যবহার করলে পাবেন সুসংবাদ। কর্মক্ষেত্রেও আসবে সাফল্যও।

মিথুন রাশি: সবুজ, নীল, বেগুনি এবং সামুদ্রিক সবুজ রঙের রুমাল রাখা মিথুন রাশির জন্য ভাল। এতে বুদ্ধি প্রখর হবে এবং আসবে সাফল্য। 

কর্কট রাশি: সাদা, গোলাপি, ক্রিম, লাল বা জাফরান রঙের রুমাল রাখলে কর্কট রাশির মানুষেরা উপকৃত হবেন। অর্থলাভ হবে, বাড়বে সম্মান।
সিংহ রাশি: এই রাশির মানুষেরা লাল, জাফরান, গোলাপি, হলুদ এবং সাদা রঙের রুমাল রাখুন। ইতিবাচক চিন্তাভাবনা বাড়বে।

কন্যা রাশি: সবুজ, নীল, বেগুনি ও হলুদ রঙের রুমাল সঙ্গে রাখা শুভ কন্যা রাশির জন্য। জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। 

তুলা রাশি: সাদা, ফিরোজা, গোলাপি বা হালকা রঙের রুমাল সঙ্গে রাখলে সুসংবাদ পাবেন। চাকরিতে পদোন্নতির পাশাপাশি পাবেন আর্থিক সুবিধাও।

বৃশ্চিক রাশি: লাল, গোলাপি, সাদা বা জাফরান রঙের রুমাল রাখলে বৃশ্চিক রাশির মানুষের জীবনে শুভ প্রভাব পড়বে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে।

ধনু রাশি: এই রাশির অধিকারীরা হলুদ, লাল, গোলাপি বা জাফরান রঙের রুমাল সঙ্গে রাখলে সাফল্য পাবেন। 

মকর রাশি: নীল, কালো, বেগুনি, আকাশি নীল এবং সাদা রঙের রুমাল সঙ্গে রাখলে মকর রাশির জীবনে আসা সমস্ত বাধা দূর হবে। কর্মজীবনে নতুন সুযোগ পাবেন।

কুম্ভ রাশি: এই রাশির মানুষেরা কালো, নীল, সবুজ এবং সাদা রঙের রুমাল রাখলে শুভ ফল পাবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে।

মীন রাশি: হলুদ, জাফরান, লাল, সাদা এবং গোলাপি রঙের রুমাল জীবনে ইতিবাচক শক্তি আসবে। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে।