আজকাল ওয়েবডেস্ক: নিজের মনের মতো করে ঘর সাজাতে কে না চান! কিন্তু সব সময়ে বাহারি জিনিস কেনার সামর্থ্য সকলের থাকে না। কিন্তু বাড়িতেই পড়ে থাকা বিভিন্ন বাতিল সামগ্রী পুনর্ব্যবহার করে বানিয়ে ফেলা যায় এমন সব জিনিস, যা দিয়ে সাজিয়ে ফেলা যায় ঘরের বিভিন্ন কোণ। জেনে নিন স্বল্প খরচে কীভাবে করবেন সখ পূরণ
বাতিল কাপড়:
পুরনো কাপড় বা পর্দা ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন সোফা কিংবা চেয়ারের ঢাকা। একাধিক মনের মতো রঙের কাপড় জুড়ে বানিয়ে ফেলতে পারেন চায়ের টেবিলের ঢাকাও। এতে পুরনো সোফা কিংবা চেয়ার এক লহমায় নতুনের মতো দেখাবে। আবার পুরনো কাপড়ও ফেলে দিতে হবে না। জামা-কাপড় রাখার পুরনো ট্রাঙ্ক উজ্জ্বল রঙে রাঙিয়ে ব্যবহার করা যেতে পারে ছোট্ট চায়ের টেবিল হিসাবেও।
ভাঙা কফি মগ:
পছন্দের কাপ বা কফি মগ ভেঙে গেলে ফেলবেন না। আঁকার শখ থাকলে একরঙা কফি মগেই ফুটিয়ে তুলতে পারেন মনের মতো কোনও নকশা। যদি আঁকাতে পটু না হন, তা হলে রং দিয়ে কফি মগের গায়ে লিখতে পারেন মজার কোনও বাক্য বা অনুপ্রেরণামূলক উক্তি। তারপর সেই কফি মগটি খুদের পড়ার টেবিলে বা নিজের কাজের টেবিলে পেনদানি হিসাবে ব্যবহার করতে পারেন।
প্লাস্টিকের বোতল
প্লাস্টিকের বোতলের নানাভাবে ব্যবহার করতে পারেন। এর মুখের অংশটি কেটে নিয়ে বা আড়াআড়ি ভাবে একটি দিক কেটে নিয়ে তার মধ্যেই গাছ বসাতে পারেন। বোতলের গায়ে পছন্দসই রঙের প্রলেপ লাগিয়ে নিন। আরও সুন্দর দেখাবে। এছাড়াও প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে ফেলুন। প্রথমে পেন দিয়ে দাগ কেটে নিন। তার পরে ছুরি গরম করে দাগ বরাবর দু’ভাগে কেটে ফেলুন। মাঝখানে চেন লাগিয়ে নিন আঠা দিয়ে। রংপেনসিল বা পেন রাখার কাজে ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের বোতলের মুখের অংশ কেটে, বোতলের গায়ে রঙিন কাগজ লাগিয়ে নিন। তার উপরে নানা কারুকাজও করে নিতে পারেন। খাওয়ার টেবিলের উপর রেখে তাতে চামচ, ছুরি, কাঁটা চামচ সাজিয়ে রাখতে পারেন।
এছাড়াও ডিমের ট্রের উপরে রঙ করে, চুমকি বা কাচ বসিয়ে সুন্দর ডিজাইন করে দেওয়ালে টাঙিয়ে দিতে পারেন। কিংবা পুরনো খবরের কাগজের সঙ্গে আঠা ও জল মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন কোনও অরিগ্যামি। বাতিল জিনিস দিয়ে ঘর সাজানোর কাজে সামিল করতে পারেন বাড়ির খুলে সদস্যকেও। নিত্য নতুন ভাবনার পরিসরে সেজে উঠবে আপনার এক ফালি সুখ।
