আজকাল ওয়েবডেস্ক: বিয়ে করতে চান অবিলম্বে, অথচ পাত্রী খুঁজে দিতে দেরি করছেন মা, এই ‘অপরাধে’-ই মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। আমদাবাদের সত্তাধর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ৩১ বছর বয়সি ব্রজ কন্ট্রাক্টরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
ছ’বছর কানাডায় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন ব্রজ। দেশে ফেরার পর কোনও কাজ পাচ্ছিলেন না তিনি। বর্ধন কৃপা নামের একটি আবাসনে তিনি বাবা-মা এবং বোন নাক্ষীর সঙ্গেই থাকতেন। বিয়ে নিয়ে তাঁর পাগলামি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তা নিয়ে পরিবারে নিত্য দিন অশান্তি এবং বিবাদ লেগেই থাকত। মাঝেমধ্যেই সেই বিবাদ হিংসাত্মক চেহারা নিচ্ছিল বলেও দাবি পড়শিদের। মঙ্গলবার রাতে এই বিষয় নিয়েই মা ছেলের মধ্যে তুমুল বচসা শুরু হয় বলে খবর। ঝগড়া চলাকালীন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন ব্রজ। অভিযোগ, আচমকাই মা পারুলবেনের উপর চড়াও হন তিনি, মাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঘুষি মারতে থাকেন। ছেলের মারে গুরুতর আঘাত লাগে পারুলবেনের। দেহে অভ্যন্তরীণ আঘাত লাগে বলেও খবর।
তাঁকে দ্রুত সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর সোলা পুলিশ ব্রজকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, ব্রজের এই হিংস্র আচরণ কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না। সাম্প্রতিক অতীতেও তিনি একাধিকবার মায়ের উপর হামলা চালিয়েছেন, মারধর করেছেন। কিন্তু গুজরাতের মতো কট্টর রক্ষনশীল সমাজে বাড়ির মহিলাদের উপর এহেন আচরণ নিয়ে অনেকেই মাথা ঘামান না। তাই কিছুই জানানো হয়নি পুলিশে। এমনকী, ঘটনার মাত্র দু’দিন আগেও বোন নাক্ষীকে আক্রমণ করেছিলেন ব্রজ। সেসময় বোনকে লক্ষ্য করে স্টিলের জলের বোতল ছুড়ে মারেন তিনি। কিন্তু প্রতিবারই পরিবার বিষয়টি ধামাচাপা দেয়। বারবার আক্রান্ত হওয়ার পরও পুলিশের দ্বারস্থ হয়নি পরিবার। আর তারই পরিণতিতে ঘটনার দিন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
হত্যার রাতে ব্রজের বাবা কর্মসূত্রে বাইরে ছিলেন। সেই সুযোগে, অবিবাহিত থাকা নিয়ে ব্রজের সমস্ত হতাশা ও ক্ষোভ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। তার পরিণতিতেই এই ভয়ঙ্কর আক্রমণ। ঘটনার পর বোন নাক্ষীই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। জেরার মুখে ব্রজ নিজের অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনাও প্রকাশ করেছেন বলে পুলিশ জানিয়েছে। কানাডায় পড়াশোনা এবং পার্ট-টাইম কাজ করে এ বছরের শুরুতে দেশে ফেরার পর থেকেই তাঁর আচরণে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। ফলে ব্রজের মানসিক অসুস্থতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। আপাতত অভিযুক্ত যুবক পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁর মানসিক স্থিতি পরীক্ষার পাশাপাশি অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
এহেন ভয়াবহ ঘটনায় ভারতে মানসিক স্বাস্থ্য, সামাজিক চাপ এবং বিয়ের প্রতি পাগলামির মতো একাধিক বিষয় নতুন করে প্রকাশ্যে এসে পড়েছে। আত্মীয়স্বজন ও স্থানীয়দের কথায়, পারুলবেন অত্যন্ত ধৈর্যশীল ও শান্ত স্বভাবের এক গৃহবধূ ছিলেন। রক্ষনশীল সামাজিক পরিস্থিতির কারণে মুখ বুজে ছেলের সমস্ত অত্যাচার সহ্য করতেন তিনি। কখনও বাইরের সাহায্যও চাননি। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিপদ এড়াতে পরিবারের মানসিক স্বাস্থ্য এবং নারীর অধিকারের বিষয়গুলি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রয়োজনে পেশাদারদের সাহায্য নেওয়া দরকার। সচেতনতা দরকার গার্হস্থ্য হিংসা নিয়েও। রক্ষণশীলতার আড়ালে নারী স্বাধীনতা চাপা পড়লে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
