আজকাল ওয়েব ডেস্ক: ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয়। প্রতিবছর মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। সারা ভারত জুড়ে চলে এই উৎসব। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ধুমধাম করে পালিত হয় গণেশ পুজো। আগামীকাল ৭ সেপ্টেম্বর আসছে এই শুভ দিন। এবছর গণেশ চতুর্থীতে তৈরি হয়েছে বিরল যোগ। কথিত রয়েছে, গণেশ হলেন প্রথম পূজনীয় দেবতা। আর তাঁর পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
এবছর ৭ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। আজ শুক্রবার দুপুর ১২.০৯ মিনিট থেকে শুরু হয়ে শনিবার দুপুর ১২.০৬ মিনিট পর্যন্ত চলবে তিথি। ১০ দিন ধরে চলবে উৎসব। ভাদ্রপদ শুক্লা গণেশ চতুর্থী খুবই বিশেষ। কারণ জ্যোতিষশান্ত্র মতে, ১০০ বছর পর গণেশ চতুর্থীতে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এ বছর গণেশ চতুর্থীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও থাকতবে স্বাতী ও চিত্রা নক্ষত্র থাকবে। এই বিরল যোগে ৩ রাশির উপর গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের প্রভাব পড়তে চলেছে। কোন রাশিগুলির জন্যস শুভ সময় এই বিশেষ তিথি, জেনে নিন।
বৃষ রাশি: গণেশ চতুর্থী বৃষ রাশির মানুষদের ভাল সময় কাটবে। ব্যেবসায়ীদের লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু করার এটাই উপযুক্ত সময়। সম্পত্তি বাড়তে পারে। জীবনে সুখ-সম্বৃদ্ধি বজায় থাকবে।
কর্কট রাশি: কর্কট রাশির অধিকারীদের টাকার ভাগ্য খুলতে পারে। চাকরি-ব্যবসায় সাফল্যের সুযোগ রয়েছে। সমাজে সম্মান ও মর্যাদা বাড়বে। যে নতুন কাজে হাত দেওয়ার জন্য শুভ সময়।
কন্যার রাশি: কন্যা রাশির জন্য শুভ সময় হতে চলেছে গণেশ চতুর্থী। এই রাশির মানুষদের আর্থিক সমস্যা কেটে যেতে পারে। কেরিয়ারে বাধা কাটবে, আসবে সাফল্য। বিনিয়োগের জন্য এটি সময় ভাল। একাধিক উৎস থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে।
