আজকাল ওয়েব ডেস্ক: ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয়। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এছাড়া এই পুজো করলে জীবন থেকে দূর হয় নানা সঙ্কট এবং সংসারে বাড়ে সুখ-সমৃদ্ধি। আজ শুক্রবার দুপুর ৩ মিনিট থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫.৩৭ মিনিট পর্যন্ত চলবে তিথি। বাড়িতে এই পুজো করতে চাইলে মেনে চলতে হবে সঠিক নিয়ম। তবেই মিলবে সিদ্ধিদাতার আশীর্বাদ।
বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করতে চাইলে প্রথমে একটি নতুন মূর্তি কিনে আনুন। আর পুরনো মূর্তি থাকলে তা বিসর্জন করুন। মনে রাখবেন, বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয়। নিয়ম অনুযায়ী, গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করা উচিত। কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন। গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি-সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিন।
গণেশ চতুর্থীর সকালে স্নান করে পুজোর কাজ শুরু করতে হবে। আসন যাতে ছেঁড়া না হয় সেদিকে লক্ষ্য রাখুন। মূর্তি যে চৌকিতে রাখবেন তার পূর্ব দিকে ঘট রাখুন এবং দক্ষিণ-পূর্ব দিক প্রদীপ জ্বালান। তারপর গণেশকে প্রণাম করে শুরু করুন পুজো। গণেশ পুজোয় সুগন্ধি ফুল এবং আমের পাতা ব্যবহার করা শুভ হবে। গণেশকে কুমকুম, চন্দন, হলুদ, সিঁদুর, মেহেন্দি, আবির, গোটা চাল, লাল ফুল, লবঙ্গ, এলাচ, পান, পবিত্র সুতো এবং নারকেল নিবেদন করুন।এই পুজোয় জোড়ায় জোড়ায় দূর্বা নিবেদন করার নিয়ম রয়েছে।
গণেশ পুজোর ভোগে লাড্ডু বা মোদক নিবেদন করতে পারেন। পুজোয় গণেশ চতুর্থীর ব্রত কথা পাঠ করুন। শেষে করতে হবে আরতি, ফুল নিবেদন। শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন। কথিত রয়েছে, সিঁদুর রঙের গণেশের মূর্তি আনলে বাড়িতে নেতিবাচক শক্তি নষ্ট হয়। এছাড়াও গণেশ পুজো করলে বাস্তু দোষ দূর হয় বলেও মনে করা হয়।
