আজকাল ওয়েব ডেস্কঃ  ঘন কালো একরাশ মাথার চুলই সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। কিন্তু এই চুল  সাদা   হয়ে গেলে সত্যি ভীষণ বিব্রত বোধ হয়।একবার চুলে পাক ধরা শুরু হলে সম্পূর্ণ চুলই ধীরে ধীরে সাদা হয়ে যায়। বাজার থেকে কেনা দামি রঙেও সমাধান মেলে না।কলপ থেকে হেনা,  চুলের কালো রঙ ফেরাতে চেষ্টার কমতি রাখেনা কেও।পার্লারের মোটা টাকা খরচ করেও দুই থেকে তিন সপ্তাহ পর চুলের গোঁড়া থেকে পাকা চুল উঁকি মারে। ঘন ঘন চুলে বেশী রাসায়নিক দেওয়া রঙ ব্যবহার করা হলে মাথার ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে।

বাজার চলতি রঙে  অ্যামোনিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক থাকে।  চুলের স্বাভাবিক প্রোটিন নষ্ট করে  মাথার ত্বক শুষ্ক করে দিতে পারে। চুল ঝরে পড়া, ডগা ফেটে যাওয়ার মতো সমস্যা তারই উদাহরণ।

একগাদা টাকা খরচ করে চুলের সর্বনাশ করবেন না।বাড়িতেই  ঘরোয়া উপায়ে বানিয়ে নিন  চুল কালো করার রঙ। হ্যাঁ ঠিকই শুনেছেন।
প্যানে সরষের তেল গরম করে তাতে দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন।এতে এক চামচ কফি পাউডার মিশিয়ে ১০ মিনিট পর্যন্ত নেড়ে যেতে হবে।
আলাদা একটি পাত্রে মিশ্রণটি ঢেলে একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। সঙ্গে একটি গোটা পাতিলেবুর রস মেশান যা আপনার চুলের ঔজ্জ্বল্য বাড়াতে ও অযাচিত দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে।
সম্পূর্ণ মিশ্রনটি খুব ভাল করে মিশিয়ে নিলেই তৈরি বাড়িতে তৈরী চুলের রঙ। মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন খুব ভাল করে।
এই পদ্ধতিতে চুলে পাক ধরা বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নারকেল তেলের সঙ্গে লেবুর রস মাখতে পারলেও উপকার মিলবে। মনে রাখবেন চুল কখনই গরম জলে ধোবেন না।  পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। সঙ্গে চুলের ঔজ্জ্বল্য বেড়ে যাবে কয়েকগুণ। দিনের পর দিন রাসায়নিকের ব্যবহার করে চুলের ক্ষতি  করবেন না। আপনার চুলের যত্নের কথা তো আপনাকেই ভাবতে হবে।