আজকাল ওয়েবডেস্ক: শুক্তো হোক বা বিরিয়ানি আলু মোটামুটি সব খাবারের সঙ্গেই মানিয়ে নিতে পারে। কিন্তু জানেন কি শুধু রসনাতৃপ্তি নয়, রূপচর্চাতেও তুরুপের তাস হয়ে উঠতে পারে আলু এবং আলুর রস? চুলের যত্নে আলুর রস খুবই উপকারী। কেবল জানা চাই ব্যবহারের সঠিক পদ্ধতি। 
১. চুলের বৃদ্ধি ও ঘনত্বের জন্য:
 * আলু গ্রেট করে বা ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন।
 * এই রস সরাসরি চুলের গোড়ায় মালিশ করুন।
 * ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
 * সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভাল ফল পাবেন।
২. চুল পড়া কমাতে:
 * আলুর রসের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে নিন।
 * এই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
 * নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে যায়।
৩. খুশকি দূর করতে:
 * আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন।
 * এই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
 * খুশকির সমস্যা দূর হবে।
৪. চুলের উজ্জ্বলতা বাড়াতে:
 * আলুর রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
 * এই মিশ্রণ চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন।
 * চুল নরম ও ঝলমলে হবে।
৫. চুলের কন্ডিশনার হিসেবে:
 * আলুর রসের সঙ্গে ডিমের কুসুম ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন।
 * এই প্যাক চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।
 * চুল নরম ও মসৃণ হবে।