আজকাল ওয়েবডেস্কঃ কেউ বলেন জিনিয়াস, কারওর মতে খামখেয়ালি। তবে গোটা বিশ্ব তাঁকে চেনে এক ডাকে। সেই ইলন মাস্কের প্রয়াসেই এবার আলো ফুটবে দৃষ্টিহীনদের চোখে। তাঁর সংস্থা নিউরোলিঙ্ক (Neuralink) আগামী বছরের মধ্যে এই অসাধ্য সাধন করবে, এমনটাই দাবি করেছেন টেসলা ও এক্স-এর মালিক।

ইলন মাস্ক জানিয়েছেন, আগামী বছরের মধ্যে দৃষ্টিহীনদের চোখে আলো ফোটানো নিউরালিঙ্কের পরবর্তী লক্ষ্য। গত সপ্তাহে এক্স স্পেসেসের সঙ্গে এক কথোপকথনে মাস্ক বলেন, এখন থেকে প্রথম মানব দৃষ্টি ফেরানোর পরীক্ষাগুলো ছয় থেকে ১২ মাসের জন্য নির্ধারিত করা হয়েছে। যা দুটি চোখেই সম্পূর্ণরূপে দৃষ্টিহীন, জন্মগত দৃষ্টিহীনদের চোখে দৃষ্টি ফেরাতে পারবে। 

ঠিক কীভাবে করবে এই পদ্ধতি? এই 'ব্লাইন্ডসাইট' যন্ত্রটিতে একটি মাইক্রোইলেকট্রোড বিন্যাস রয়েছে। এটি মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্সে সংযুক্ত করা থাকে যা ভিজ্যুয়াল ডেটা প্রক্রিয়াকরণ করে। এতে একটি বহিরাগত ক্যামেরা থেকে রিলে করা প্যাটার্নের উপর ভিত্তি করে স্নায়ুগুলোকে উদ্দীপিত করার কাজ করা হয়। ফলে ব্যবহারকারীরা ভিজ্যুয়াল তথ্য উপলব্ধি করতে পারেন। মাস্ক দাবি করেছেন যে বানরের উপর এই পরীক্ষা করে সুফল পাওয়া গিয়েছে। 

মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস চিপ অর্থাৎ মস্তিষ্কের কৃত্রিম সঞ্চালন যন্ত্র বসানোর কাজে সফল হয়েছে নিউরোলিঙ্ক।  ২০১৬ সালে নিউরোটেকনোলজি সংস্থা নিউরোলিঙ্কের প্রতিষ্ঠা করেন মাস্ক। মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে প্রত্যক্ষ সংযোগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজে নামে এই সংস্থা।