সুইডেন থেকে মুম্বই পারি। চোখে একটাই স্বপ্ন। বলিউডে কেরিয়ার গড়তে চেয়েছিলেন এলি আভারাম। সেই স্বপ্ন পূরণও করেছেন। তিনি প্রথমবার দর্শকের সামনে আসেন সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’-এর হাত ধরে। যেখানে তাঁর এবং সলমনের বন্ধুত্ব দর্শকদের খুব প্রিয় হয়ে ওঠে। সেই একই বছর তিনি ‘মিকি ভাইরাস’-এর হাত বলিউডে ডেবিউ করেন। বিপরীতে মণীষ পল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এলি সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এবং জানিয়েছেন যে, বলিউডে নায়ক সবসময়ই তাঁর রক্ষাকবচের মতো থেকেছেন। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
এলি বলেন, “আমি সলমনের সঙ্গে এখনও যোগাযোগ রাখি। আসলে, অনেক বছর পরে সম্প্রতি গণপতি উৎসবে ওঁর সঙ্গে দেখা হয়েছিল। যোগাযোগ বজায় রাখার বিষয়ে আমি সত্যিই খুব খারাপ। আমি আমার নিজস্ব জগতে থাকি। এবং এমন অনেক কিছুতে মনোনিবেশ করি, যা আমি করতে চাই। একা অন্য দেশে বাস করতে হলে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়। যত্নও লাগে। আমি যেখানে জন্মেছি এবং বড় হয়েছি, সেই পরিবেশের থেকে এটা একেবারেই অন্য রকম।” বলিউডে বহিরাগত হয়েও কাজের ব্যাপারে সাহায্য চাওয়ায় তিনি নাকি কখনওই বিশেষ পারদর্শী ছিলেন না। এমনকি, নিজের বাবার থেকেও কখনও কোনও বিষয়ে সাহায্য চাইতে পারেননি অভিনেত্রী।
সলমনকে নিয়ে এলি আরও বলেন, “সলমনের সঙ্গে আমার যে সম্পর্ক, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। উনি সকলকে খুব আগলে রাখেন। আমি সত্যিই বিশ্বাস করি যে, তিনি আমার জীবনে এক ধরনের দেবদূতের মতো। ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে অন্যান্য মেয়েদের অভিজ্ঞতা শুনে আমি অবাক হয়েছি। কিন্তু অনেকেই সলমনকে ভয় পান। তাই কেউ খারাপ আচরণ করার সাহস পায় না। এটা এক সুন্দর রক্ষাকবচ, এবং আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।”
‘বিগ বস ৭’-এ অংশ নেওয়ার সময়, এলির নিষ্পাপ এবং ইতিবাচক মনোভাব সলমনের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঠাট্টা-মস্করা এবং একে অপরের সম্মান সকলেরই নজর কেড়েছিল। যদিও তাঁরা কখনও ছবিতে একসঙ্গে কাজ করেননি। তবে শোনা যায়, এলি সলমনের ঘনিষ্ঠ বৃত্তের অংশ ছিলেন।
এলি কপিল শর্মার কমেডি-ড্রামা ‘কিস কিস কো প্যায়ার করুঁ’দিয়ে খ্যাতি অর্জন করেন। এরপর তিনি দর্শকদের মুগ্ধ করেছেন ‘ফ্রড সাইয়া’র ‘চাম্মা চাম্মা’, ‘জাবারিয়া জোড়ি’র জিলা হিলেলা, এবং ‘কোই জানে না’তে আমির খান-এর সঙ্গে হার ফান মওলা-র মতো আইটেম গান দিয়ে।
সলমন বর্তমানে শুটিং করছেন তার আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’এর। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লখিয়া, যেখানে সলমন একজন ভারতীয় সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করবেন। গল্পটি ২০২০ সালের গালওয়ান উপত্যকা সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি। ছবিতে সলমনের সঙ্গেই রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।
