চা বা কফির দাগ পড়া খুব সাধারণ ঘটনা। কিন্তু এই দাগ যদি তাড়াতাড়ি পরিষ্কার করা না হয়, তবে তা নাও উঠতে পারে এবং পোশাক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বাজারে নানা ধরনের ডিটারজেন্ট থাকলেও অনেক সময়ে সেইসব ব্যবহার করেও তেমন লাভ হয় না। উপরন্তু দামও বেশি৷ সেক্ষেত্রে ঘরোয়া টোটকাতে ভরসা রাখতে পারেন। 

তেলের দাগ তুলতে কী করবেন

*দ্রুত ব্যবস্থা নিন: দাগ পড়ার সঙ্গে সঙ্গেই বাড়তি তেল কাগজ বা টিস্যু দিয়ে আলতোভাবে তুলে নিন।

*বেকিং সোডার ব্যবহার: তেলের দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এটি অতিরিক্ত তেল শোষণ করে নেয়।

*ডিশওয়াশিং লিকুইড: কিছুক্ষণ পর দাগের জায়গায় অল্প ডিশওয়াশিং লিকুইড লাগিয়ে হালকা হাতে ঘষুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।


চা ও কফির দাগ তুলতে টিপস


*ঠাণ্ডা জল সবচেয়ে জরুরি: দাগ পড়ার সঙ্গে সঙ্গেই ঠাণ্ডা জলে কাপড় ভিজিয়ে নিন। এতে চা-কফির রং বসতে পারবে না।

*ডিটারজেন্ট বা সাবান: তরল ডিটারজেন্ট লাগিয়ে হালকা ঘষুন। দেখবেন দাগ উঠে আসছে। 

*ভিনিগার ও জল: পুরনো দাগ তুলতে সমান পরিমাণ ভিনfগার ও জল মিশিয়ে ব্যবহার করুন। হাতেনাতে সুফল পাবেন। 

*এনজাইম ডিটারজেন্ট: বেশ কড়া দাগ হলে এনজাইমভিত্তিক ডিটারজেন্ট সবচেয়ে কার্যকর।

আরও কিছু টোটকা 

*দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত কখনওই ড্রায়ারে শুকাবেন না, তাপে দাগ স্থায়ী হয়ে যায়।

*পোশাকের কাপড়ের লেবেল দেখে নিন। কিছু  কাপড় বেশি ঘষা বা কড়া রাসায়নিক ব্যবহার করলে ক্ষতি হতে পারে।

*ঘরে থাকা উপাদান যেমন লেবুর রস, কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ারও দাগ তোলার কাজে দারুণ সহায়ক হতে পারে।


*কড়া দাগ ওঠানোর জন্যেও অ্যাসপিরিন অত্যন্ত কার্যকরী৷ একটি জায়গায় ৩-৪ টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে পেস্ট বানান।  তাতে মেশান গরম জল। তারপর পেস্টটি জামার দাগের উপর ঘষে ২ ঘণ্টা রেখে দিন। শেষে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। 

*টুথপেস্টের মাধ্যমে পোশাকের দাগ দূর করতে পারেন। টুথপেস্ট সাধারণত সুতির কাপড়ে বেশি ভাল কাজ করে। যার জন্য পোশাকটি জলে ভিজিয়ে দাগযুক্ত জায়গায় সাদা টুথপেস্ট লাগিয়ে রাখুন৷ পুরনো টুথব্রাশ দিয়ে ৩০ সেকেন্ড ঘষে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভাল ফল পেতে সাদা পোশাকের জন্য সাদা টুথপেস্ট ব্যবহার করুন