আজকাল ওয়েবডেস্ক: গরম পড়ুক না পড়ুক পিঁপড়ে এসে গেছে। বাইরে কালবৈশাখীর দাপট বাড়লে তো আর কথাই নেই। বাড়ির ভিতরে পিপীলিকার উপদ্রব আরও বেড়ে যায়। পিঁপড়ে কমাতে বাড়িঘর পরিষ্কার রাখা, বিশেষ করে রান্নাঘর, খাওয়ার পরে টেবিল মুছে ফেলা এবং খাবারদাবার খোলা না রাখা অত্যন্ত জরুরি। কিন্তু এত কিছুর পরেও অনেক সময় পিঁপড়ের উপদ্রব কমে যায় না। বাড়িতে পিঁপড়ের উপদ্রব কমাতে ভরসা রাখতে পারেন চারটি ঘরোয়া টোটকায়।

১। ভিনিগার: সাদা ভিনিগার আর জল সমান পরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। যেখানে পিঁপড়ে দেখা যায়, যেমন - জানলার ধারে, দরজার কাছে বা পিঁপড়ের লাইনের উপর স্প্রে করুন। ভিনিগারের তীব্র গন্ধ পিঁপড়েদের চলার পথের সঙ্কেত নষ্ট করে দেয় এবং তাদের দূরে রাখে।

২। লেবুর রস: লেবুর রস পিঁপড়ে তাড়াতে খুব কার্যকর। যেখানে পিঁপড়ে দেখবেন সেখানে বা পিঁপড়ের প্রবেশপথে লেবুর রস লাগিয়ে দিন। চাইলে কয়েক টুকরো লেবুর খোসা রেখে দিতে পারেন। লেবুর সাইট্রাস গন্ধ পিঁপড়েরা সহ্য করতে পারে না।

২। গোলমরিচ বা লঙ্কা গুঁড়ো: পিঁপড়েরা ঝাঁঝালো গন্ধ পছন্দ করে না। তাই যেসব জায়গায় পিঁপড়ের আনাগোনা বেশি, সেখানে গোলমরিচ বা লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। এটি পিঁপড়েদের দূরে রাখতে সাহায্য করবে।

৩। চক: চক দিয়ে পিঁপড়ের আসার পথে বা দেওয়ালের কোণে দাগ টেনে দিন। মনে করা হয়, চকের মধ্যে থাকা ক্যালসিয়াম কার্বোনেট পিঁপড়েদের চলার পথে বাধা সৃষ্টি করে এবং তারা ওই দাগ পার হতে চায় না।

৪। দারুচিনি ও লবঙ্গ: দারুচিনির গুঁড়ো বা কয়েকটি লবঙ্গ ঘরের কোণে, দরজার ফাঁকে বা যেখানে পিঁপড়ে দেখা যায় সেখানে রেখে দিন। এদের তীব্র গন্ধ পিঁপড়েদের তাড়াতে সাহায্য করে।