সুন্দর সাজগোজ, চোখের মেকআপের পর চশমার বদলে কনট্যাক্ট লেন্স পরতে পছন্দ করেন অনেকে! বিশেষ করে আজকাল তরুণ প্রজন্মের কনট্যাক্ট লেন্সের প্রতি বেশি ঝোঁক নজরে আসে। আজকাল কনট্যাক্ট লেন্স বিশেষ করে রঙিন লেন্স শুধু দৃষ্টি সংশোধনের জন্য নয়, কসমেটিক কারণেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। তবে এখনও কনট্যাক্ট লেন্স নিয়ে কয়েকটি ভুল ধারণা প্রচলিত রয়েছে। আর এই 'মিথ'ই অকালে চোখের বারোটা বাজাতে পারে। তাই চোখ ভাল রাখতে কনট্যাক্ট লেন্স নিয়ে ঠিক কোন কোন সঠিক তথ্য জানা প্রয়োজন, সেবিষয়ে জানালেন দিশা আইকেয়ার হসপিটালের চক্ষু চিকিৎসক অনন্যা গঙ্গোপাধ্যায়।
* সব বয়সে কনট্যাক্ট লেন্স ব্যবহার উপযোগী নয়ঃ কনট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। সঠিক দায়িত্ববোধ ও আগ্রহ থাকলেই যে কেউ ব্যবহার করতে পারেন। শিশুদের ক্ষেত্রেও ৮ বছর বয়স থেকে কনট্যাক্ট লেন্স ব্যবহার করা নিরাপদ, তবে অবশ্যই অভিভাবকের তত্ত্বাবধানে লেন্স পরা উচিত। বিশেষ করে যেসব ক্ষেত্রে দুই চোখের পাওয়ারের মধ্যে অনেক পার্থক্য থাকে সেখানে চশমার চেয়ে কনট্যাক্ট লেন্স বেশি কার্যকর।
* কনট্যাক্ট লেন্স ব্যবহার অস্বস্তিকরঃ পুরনো দিনে গ্লাস বা হার্ড প্লাস্টিক লেন্সে অস্বস্তি হত। কিন্তু আধুনিক লেন্স হাই-টেক, হালকা ওজনের এবং চোখের আকার অনুযায়ী তৈরি হয় যেমন সিলিকন হাইড্রোজেল। ফলে ব্যবহার অনেক সহজ ও আরামদায়ক।
* কনট্যাক্ট লেন্স দামিঃ লেন্সের দাম নির্ভর করে ধরন, ব্র্যান্ড এবং রিপ্লেসমেন্ট শিডিউলের উপর। কিছু বিশেষ লেন্স তুলনামূলক বেশি দামি হলেও, দৈনিক ডিসপোজেবল লেন্সের মতো সাশ্রয়ী বিকল্পও রয়েছে।
* ড্রাই আইস থাকলে কনট্যাক্ট লেন্স ব্যবহার করা যায় নাঃ বর্তমানে ড্রাই আইসের জন্য বিশেষভাবে তৈরি লেন্স পাওয়া যায়। সঠিক যত্ন ও চিকিৎসকেক পরামর্শ মেনে চললে শুষ্ক চোখেও আরামদায়কভাবে লেন্স ব্যবহার সম্ভব।
* শুধু বেশি পাওয়ার থাকলেই কনট্যাক্ট লেন্স ব্যবহার করা যায়ঃ বিভিন্ন ভিশন কারেকশনের জন্য আলাদা আলাদা পাওয়ারে কনট্যাক্ট লেন্স পাওয়া যায়। তাই কম পাওয়ার হলেও লেন্স ব্যবহার সম্ভব।
* কনট্যাক্ট লেন্সের যত্ন নেওয়া কঠিনঃ এখন কনট্যাক্ট লেন্সের যত্ন অনেক সহজ হয়েছে। দৈনিক ডিসপোজেবল লেন্সে আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না।

* অ্যাস্টিগমাটিজম ও প্রেসবায়োপিয়া কনট্যাক্ট লেন্সে ঠিক করা যায় নাঃ এই প্রচলিত সঠিক নয়। টরিক এবং মাল্টিফোকাল কনট্যাক্ট লেন্স বিশেষভাবে এই সমস্যাগুলো সমাধানের জন্যই তৈরি।
* কনট্যাক্ট লেন্স চোখে রোগ সৃষ্টি করেঃ সঠিকভাবে ব্যবহার করলে কনট্যাক্ট লেন্স থেকে চোখের কোনও রোগ হয় না। তবে নিয়ম না মেনে ব্যবহার করলে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। তাই সবসময় সঠিক সলিউশন ব্যবহার করে কনট্যাক্ট লেন্স পরিষ্কার রাখা জরুরি।
* সাঁতার, স্নান বা ঘুমানোর সময় কনট্যাক্ট লেন্স পরা যায়ঃ এই ধারণা কখনওই ঠিক নয়। জলের মধ্যে উপস্থিত জীবাণু থেকে ইনফেকশনের ঝুঁকি থাকে। ঘুমের সময় লেন্স পরে থাকলে অক্সিজেন প্রবাহ কমে গিয়ে কর্নিয়াল আলসার বা সংক্রমণ হতে পারে। তাই ঘুম, সাঁতার বা স্নানের আগে অবশ্যই লেন্স খুলে রাখা উচিত।
