আজকাল ওয়েব ডেস্ক: এই মরশুমে শহরের ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা নিতান্তই কম নয়। রক্ত মশার প্রধান খাদ‌্য নয়, বরং ফুলের রেণু। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে, কড়া ফুলের গন্ধ যেসব সুগন্ধীতে থাকে তা সহজেই মশাকে আকর্ষিত করে, বিশেষ করে স্ত্রী মশাকে। একটি গ্রুপের একাধিক সদস্যের গায়ে ভিন্ন ভিন্ন সুগন্ধী লাগিয়ে গবেষকরা দেখেছেন, যাঁদের গায়ে ফুলের সুগন্ধী লাগানো হচ্ছে মশা তাদেরই বেশি কামড়াচ্ছে।

আসলে ডিমকে পরিণত করতে রক্ত খেতে হয় স্ত্রী মশাদের। তবে তাদের প্রিয় খাদ্যের তালিকায় ফুলগাছের রসও আছে।তাই ফুলের গন্ধমাখা সুগন্ধীও তাদের আকৃষ্ট করে।গরমে গায়ে ঘাম হলেই এসময় অনেকেই গা ভর্তি সুগন্ধী ব‌্যবহার করছেন। ফুলের গন্ধ ছাড়া অন‌্য কোনও সুগন্ধী ব‌্যবহার করলে মশা সেই গন্ধের দিকেই আকৃষ্ট হচ্ছে। তাছাড়া বেশি মদ‌্যপান করলে শরীরের তাপমাত্রা বেশি থাকায় বা বিয়ার জাতীয় অ্যালকোহল খেলে শরীর থেকে বেশি ঘাম নির্গত হলে ঘাম হয়।এই ঘামের মধ্যে থাকে ইথাইল অ‌্যালকোহল।এতে ডেঙ্গুর বাহক স্ত্রী এডিস মশাই আকৃষ্ট হয়।আপনার রক্তের গ্ৰুপের ভিত্তিতে মশা বেশি কামড়াতে পারে।কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষকেও মশা বেশি কামড়ায়।যেমন ‘ও’, ‘ও পজিটিভ’ এবং ‘ও নেগেটিভ’ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে বেশি আকৃষ্ট করে।

গাঢ় কোনও রং কিংবা লাল-নীল রঙের পোশাক মশাদের বেশি পছন্দ। তাই গাঢ় পোশাক পরলে সাবধানে থাকতে হবে। বিশেষত কালো পোশাক এড়িয়ে চলুন।

সুতরাং ডেঙ্গির মরসুমে সতর্ক থাকতে হবে সব সময়ে। অসতর্ক হবেন না।শরীর ঢাকা পোশাক পরতে হবে। ঘুমোনোর সময়ে মশারি ব্যবহার করতেই হবে। বাড়ির আশপাশটা পরিষ্কার থাকবে, কোথাও জল জমতে দেওয়া চলবে না। দরজা ও জানলায় মশারি নেট লাগিয়ে নিন।জ্বর, মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তপরীক্ষা করাতে দেরি করবেন না।