আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্ডিয়া গ্রুপের সারাদিনব্যাপী শিল্পকলা ক্যাম্প 'রং ২০২৫' আয়োজিত হল ঐতিহ্যশালী লেক ক্লাবে। ১৮ ফেব্রুয়ারি আয়োজিত এই ক্যাম্পের নাম ছিল 'মৌ বনে আজ'। ক্যাম্পের উদ্বোধনে হাজির ছিলেন পদ্মভূষণ সম্মানে ভূষিত শিল্পী যোগেন চৌধুরী। টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা কর্ণধার এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অধ্যক্ষ সত্যম রায়চৌধুরীর সঙ্গে ক্যাম্পের উদ্বোধন করেন শিল্পী। ঐতিহ্যশালী পরম্পরাগত শিল্পের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে বারবার নিজের শিল্পকর্মকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন যোগেন চৌধুরী। এদিনও আর্ট ক্যাম্পে তাঁর স্বকীয় ভঙ্গিতেই সচেতন বঙ্গচেতনার অনন্য রূপ ক্যানভাসে ধরে রাখলেন তিনি। আঁকলেন এক নারীর মুখাবয়ব।
তারকাখচিত ক্যাম্পে উপস্থিত ছিলেন সমীর আইচ, তাপস কোনার, অমিতাভ ধর, সনাতন দিন্দা, তমালি দাশগুপ্ত, রাখি রায়, শিলাজিৎ ঘোষ এবং সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব। ক্যাম্পে নিজ নিজ ক্যানভাসে ছবি আঁকেন তাঁরা। সন্ধ্যায় আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথিতযশা শিল্পীদের সঙ্গেই এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও ডক্টর শঙ্কু বোস এবং অন্যান্য আধিকারিকরা। সন্ধ্যায় বিভিন্ন খ্যাতনামা শিল্পীর পারফরম্যান্সের মধ্যে দিয়ে শেষ হয় 'রং ২০২৫'।
