আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গতিবিধির উপর অনেক কিছু নির্ভর করে। আজ অর্থাৎ ২রা মার্চ, তৃতীয়া তিথিতে শনিদেব কুম্ভ রাশিতে গমন করবেন এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় ধাপে পৌঁছবেন। শনিদেবের এহেন অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থানে কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে জেগে পারে। অন্যদিকে শনির মতোই গুরুত্বপূর্ণ চন্দ্রের অবস্থানও। আজ মীন রাশির পরে চন্দ্র মেষ রাশিতে যাবেন এবং এতেই আজ ধন যোগের সংমিশ্রণ ঘটবে।
মেষ রাশি - মেশ রাশির ব্যক্তিদের মধ্যে যাঁরা ব্যবসা করেন আজকের দিনটি তাঁদের ব্যবসা বাড়ানোর জন্য উপযুক্ত হতে পারে। পড়াশোনা এবং ব্যবসায় চাপ বাড়লেও ঘাবড়ানোর দরকার নেই। সাফল্য আসার সম্ভাবনা প্রবল। তবে পাওনাদারদের দিক থেকে দিনটি কঠিন হতে পারে।
মকর রাশি -
আর্থিক দিক থেকে মকর রাশির জাতকদের জন্য আজ একটি খুবই ভাল দিন হতে চলেছে। নতুন উদ্যোগের কথা ভাবতে পারেন। নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। ঋণের জন্য আবেদন করতে পারেন। সরকারি দরপত্র পেতে পারেন।
কুম্ভ রাশি - আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যা বাড়তে পারে। কিন্তু উল্টো দিকে অর্থ আসতে পারে দু’হাত ভরে। লটারি জেতার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরিও পেতে পারেন।
মীন রাশি - এই রাশির জন্যেও আজ আর্থিক দিক সঙ্কটমুক্ত থাকবে। বিশেষ করে ব্যবসায় লাভের মুখ দেখার ইঙ্গিত রয়েছে। বহুদিনের পাওনা আদায় হতে পারে। এমনকী বৃদ্ধি পেতে পারে সুনাম যা পরবর্তীতে কাজে লাগবে।
