আজকাল ওয়েবডেস্কঃ আজ ৫ জুন ২০২৫ বুধবার। পঞ্জিকা অনুসারে, জৈষ্ঠ্য শুক্ল দশমী তিথি। আজ থাকবে সিদ্ধি যোগ ও ব্যাতিপদ যোগ, হস্তা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে বৃহস্পতিবার বেশ কয়েকটি রাশির ভাগ্যের দরজা খুলবে। আপনার ভাগ্যে কী আছে? জেনে নিন-
বৃষ- আজ বৃষ রাশির শুভ দিন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নিজের সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে অন্যদের প্রতিযোগিতায় ফেলে দিতে পারেন। পূর্বের কোনও পরিশ্রমের ফল পেতে পারেন। শুধুমাত্র কাজই সফল হবে না, একইসঙ্গে আপনার বিনিয়োগও লাভজনক হবে। শিক্ষার্থীদের জীবনে বাধা দূর হবে। দাম্পত্যে সুখ থাকবে।
মিথুন- ব্যবসায়ে পরিবারের সমর্থন পাবেন। অনেকদিনের আটকে থাকা টাকা আজ অপ্রত্যাশিতভাবে ফেরত পাবেন। সম্পত্তি সংক্রান্ত কোনও কাজে লাভ পাবেন। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আজই শুভ দিন। কোনও বন্ধু আয়ের নতুন উৎস খুঁজতে সাহায্য করতে পারে। মানসিকভাবে চাপমুক্ত থাকবেন।
বৃশ্চিকঃ আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক দিন। অপ্রত্যাশিতভাবে আয় বাড়তে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সমাজে সম্মান বাড়বে। অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে। প্রিয়জনের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
ধনুঃ আজ যে কোনও কাজে ধনু রাশির জাতক-জাতিকারা অল্প পরিশ্রমেই দারুণ ফল পাবেন। যে পেশার সঙ্গেই যুক্ত থাকুন, সাফল্য আজ আপনার হাতের মুঠোয়। বিশেষত সরকারি ও প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাড়তি সুবিধা পেতে পারেন। ব্যক্তিত্বের ইতিবাচক পরিবর্তন হবে। সন্তান, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মীনঃ একা কাজের পরিবর্তে আজ মীন রাশির জাতক-জাতিকারা পার্টনারশিপে বেশি লাভবান হবেন। কোনও নতুন কাজ শুরু করতে হলে সঙ্গীর পরামর্শ শুনুন। দাম্পত্য জীবনে নতুন কোনও সুখবর আসতে পারে। অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারেন।
