জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। ঠিক যেমন শুক্রের নক্ষত্র পরিবর্তনে পাঁচ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে।
শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র যখন কোনও ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করে, তখন সেই ব্যক্তির জীবনে কোনও কিছুর অভাব হয় না। শুক্রের প্রভাবে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
আরও পড়ুনঃ সূর্যের তাপেই ৫০ হাজার মানুষের রান্না হয়! ভারতেই আছে বিশ্বের সর্ববৃহৎ সৌর রান্নাঘর, জানেন কোথায়?
বৈদিক শাস্ত্রমতে, গত ২৬ জুলাই শুক্র মিথুনে প্রবেশ করেছেন। এরপরে আজ ১ অগাস্ট ভোর ৩:৫১ মিনিটে আর্দ্রা নক্ষত্রে গোচর করেছেন শুক্রদেব। আর্দ্রা নক্ষত্র রাহু দ্বারা শাসিত হয়, যা পরিবর্তন, উৎসাহ এবং তীব্র আবেগের সঙ্গ যুক্ত। শুক্রের এই গোচর পাঁচ রাশির জন্য শুভ হতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
মিথুনঃ শুক্রের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্বে পরিবর্তন আসবে, আত্মবিশ্বাস বাড়বে। নিজের আচরণে সকলকে আকৃষ্ট করতে পারবেন। সমাজ ও পেশাদার ক্ষেত্রে খ্যাতি বাড়বে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রেম জীবনে সুখ থাকবে। অবিবাহিতরা নতুন সম্পর্ক শুরু করতে পারেন। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন।

সিংহঃ শুক্রের গোচর সিংহ রাশির জন্য লাভজনক হতে চলেছে। নতুন বন্ধু তৈরি হতে পারে যার মাধ্যমে পেশাগত কাজে লাভ হবে। চাকরি-ব্যবসায় আয় বাড়তে পারে। সম্পর্কে নতুন মোড় আসতে পারে। তবে যে কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োয় না নেওয়া উচিত। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে।
তুলাঃ শুক্রের নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জন্য শুভ হবে। যে কোনও কাজে ভাগ্য সহায় থাকবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। অফিসে পদোন্নতি হতে পারে। আর্থিক বিনিয়োগের জন্য শুভ সময়। সৃজনশীল কাজে সকলকে মুগ্ধ করতে পারেন।
বৃশ্চিকঃ শুক্রের প্রভাবে বৃশ্চিক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। বীমা বা পুরনো কোনও বিনিয়োগ থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভঃ শুক্রের গোচরে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। সৃজনশীল বা বিনোদনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির সুযোগ পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে। সামাজিকভাবে প্রভাবশালী হয়ে উঠবেন।।
