আজকাল ওয়েবডেস্কঃ হিন্দু ধর্মে রথযাত্রা এবং উল্টোরথ এক বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়। আজ শনিবার ৫ জুলাই ২০২৫ সালের উল্টোরথ। শাস্ত্র মতে, উল্টোরথের পুণ্য দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি থেকে রথে চড়ে নিজের বাড়ি ফিরে আসেন। উল্টোরথের আগে ৪ জুলাই শুক্র ও বৃহস্পতি একে অপরের সঙ্গে ৩৬ ডিগ্রিতে অবস্থান করে দশাঙ্ক যোগ তৈরি করেছে। সঙ্গে আজ সারাদিন সিদ্ধ যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। পাশাপাশি প্রভাব থাকবে স্বাতী নক্ষত্র ও বিশাখা নক্ষত্রের। সমস্ত শুভ যোগের প্রভাবে উল্টোরথে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির।
বৃষ: উল্টোরথের দিন বৃষ রাশির জন্য শুভ। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।
কর্কট: জগন্নাথের আশীর্বাদে কর্কট রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। লটারি কাটলে কিংবা বড় বিনিয়োগ করলেও লাভবান হবেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
সিংহ: উল্টোরথের দিন সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক হবে। কেরিয়ারের উন্নতির পথে বাধা কেটে যাবে। ব্যবসা সম্প্রসারণ হবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। প্রেম জীবনের জন্য সময় অনুকূল। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
তুলা: তুলা রাশির ব্যক্তিদের জীবনে দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
