আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ঠিক যেমন আজ সোমবার ৭ জুলাই শক্তিশালী নবপঞ্চম যোগ গঠিত হয়েছে। আজ সকাল ৬:৩৬ মিনিটে শুক্র ও যম (শনি)-এর মধ্যে ১২০ ডিগ্রি সম্পর্ক তৈরি হওয়ায় নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। শুক্র এখন বৃষ রাশিতে অবস্থান করছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত সেখানেই থাকবেন শুক্রদেব।অন্যদিকে, মকর রাশিতে রয়েছেন যম।
এই শক্তিশালী রাজযোগ তিন রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে দেবে।
মেষ: নবপঞ্চম রাজযোগ মেষ রাশির জন্য ইতিবাচক হতে চলেছে। ব্যবসায়ে বিনিয়োগ থেকে বড়সড় লাভ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরীজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। সমাজে যশ-খ্যাতি বাড়বে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির সুদিন ফিরতে চলেছে।কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। অফিসে কাজের বড় দায়িত্ব পেতে পারেন। পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মকর: শুক্র এবং যমের মিলন মকর রাশির জন্য লাভজনক হতে চলেছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। নতুন গাড়ি-বাড়ি কেনার স্বপ্নপূরণ হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
