আজকাল ওয়েবডেস্ক: বুধবার মানেই সিদ্ধিদাতা গণেশের দিন। তার উপর আজ চন্দ্র গোচর করবেন ধনু রাশিতে। পাশাপাশি আজ ৯ জুলাই সারাদিন ব্রহ্মা যোগ এবং ইন্দ্রযোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্রহ্মাযোগ খ্যাতি ও সম্মান বয়ে আনে। অন্যদিকে ইন্দ্রযোগ আনে ক্ষমতা। কাজেই আজ কিছু কিছু রাশির ভাগ্যের চাকা যে ঘুরে যেতে পারে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
বৃষ
আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। নতুন কোনও ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। এই সম্পর্ক ভবিষ্যতে বড় সুযোগ এনে দেবে। পুরনো ঋণ শোধের পথ খুলতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে।
সিংহ
সিংহ রাশির জাতক-জাতিকারা আজ কর্মস্থলে প্রশংসা ও স্বীকৃতি পাবেন। পদোন্নতির যোগও প্রবল। উচ্চপদস্থ কারও সাহায্যে জটিল কোনও কাজ সহজ হয়ে যেতে পারে। সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল।
ধনু
আজ ধনু রাশির জাতকদের ভাগ্যে প্রেম এবং অর্থ, দুই-ই আছে। যাঁরা কোনও আইনি ঝামেলায় ছিলেন, তাঁরা আজ স্বস্তির খবর পেতে পারেন। বিদেশযাত্রার পরিকল্পনা সফল হবে।
মীন
মীন রাশির জাতকদের জন্য আজ শুভদিন। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের চাপ কাটতে পারে। নতুন প্রকল্পে হাত দেওয়ার পক্ষে দিনটি আদর্শ। কোনও পুরোনো বন্ধুর সাহায্যে বড় উপকার হতে পারে।
কন্যা
আজ কন্যা রাশির জাতক-জাতিকারা যা সিদ্ধান্ত নেবেন তার অধিকাংশই ঠিক হবে। পুরনো ভুল শুধরে নেওয়ারও সুযোগ পাবেন। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি ভাল। দাম্পত্য সম্পর্কে হারানো প্রেম ফিরতে পারে।
