আজকাল ওয়েবডেস্ক: নিয়ম করে দু’বেলা দাঁত মাজেন, তাও দূর হচ্ছে না মুখের দুর্গন্ধ? কারণ লুকিয়ে থাকতে পারে আপনার জিভে। জিভ পরিষ্কার করা কেবল মুখের দুর্গন্ধ দূর করতেই সাহায্য করে না, বরং এটি মুখের ভেতরের জীবাণু কমাতে, স্বাদ গ্রহণের ক্ষমতা বাড়াতে এবং মুখের সংক্রমণ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দাঁত মাজার পাশাপাশি প্রতিদিন জিভ পরিষ্কার করাও জরুরি।

রোজ জিভ পরিষ্কার করলে কী কী উপকারিতা পাওয়া যেতে পারে?

১। জীবাণু দূর করে: আমাদের জিভের উপরিভাগ মসৃণ নয়, এতে অসংখ্য ছোট ছোট খাঁজ এবং প্যাপিলা থাকে। এই খাঁজগুলোতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, খাদ্যকণা এবং মৃত কোষ জমে থাকতে পারে। দাঁত ব্রাশ করার সময় কেবল দাঁতের বাইরের অংশ পরিষ্কার হয়, কিন্তু জিভের ভেতরের জীবাণুগুলো রয়ে যায়। জিভ পরিষ্কার করলে এই জীবাণু দূর হয়।

২। দুর্গন্ধ কমায়: মুখের দুর্গন্ধের একটি প্রধান কারণ হল জিভের উপরে জমে থাকা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো সালফারসমৃদ্ধ যৌগ তৈরি করে, যা দুর্গন্ধের সৃষ্টি করে। জিভ পরিষ্কার করার মাধ্যমে এই ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ সৃষ্টিকারী যৌগগুলোকে দূর করা যায়, ফলে মুখের দুর্গন্ধ কমে যায়।

৩। স্বাদ গ্রহণের ক্ষমতা বাড়ায়: জিভের উপরে একটি সাদা বা হলদে রঙের আস্তরণ জমে থাকলে তা স্বাদ কোরকগুলোর কার্যকারিতা কমিয়ে দেয়। এর ফলে খাবারের আসল স্বাদ পাওয়া যায় না। জিভ পরিষ্কার করলে এই আস্তরণ সরে যায় এবং স্বাদ গ্রহণের ক্ষমতা বাড়ে।

৪। মুখের সংক্রমণ প্রতিরোধ করে: জিভের উপরে জমে থাকা ব্যাকটেরিয়া মুখের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে এবং মাড়ির রোগ ও দাঁতের ক্ষয়ের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। নিয়মিত জিভ পরিষ্কার করলে এই ধরনের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়।

৫। সম্পূর্ণ মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষা করে: দাঁত মাজা এবং ফ্লস করার পাশাপাশি জিভ পরিষ্কার করাও মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মুখের ভেতরের সামগ্রিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে সাহায্য করে।