আজকাল ওয়েবডেস্ক: এ যেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা কোনও গ্যাজেট! একবার চোখে পড়লেই ঘুঁচে যাবে রাতের কালো। চীনা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক যুগান্তকারী ইনফ্রারেড কন্ট্যাক্ট লেন্স, যার সাহায্যে নিকষ কালো অন্ধকারেও সব কিছু দেখা সম্ভব। এমনকি চোখ বন্ধ থাকলেও।
বিশ্বখ্যাত বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণাপত্র অনুযায়ী, এই ‘আপ-কনভার্সন কন্ট্যাক্ট লেন্স’ (ইউসিএল) ৮০০ থেকে ১৬০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অদৃশ্য ইনফ্রারেড আলোকে দৃশ্যমান আলোতে রূপান্তরিত করতে সক্ষম। এর ফলে, যেখানে প্রাকৃতিক আলোর লেশমাত্র নেই, সেখানেও চোখে দেখতে পারবেন ব্যবহারকারী। চারপাশের বস্তু শনাক্ত করতেও পারবেন।
চীনের হফেই শহরের ‘ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র গবেষকদের তৈরি এই লেন্সের কার্যকারিতার মূল রহস্য হলো এর গঠন। নরম কন্ট্যাক্ট উপাদানের মধ্যে অতি ক্ষুদ্র ন্যানো-কণা বসানো হয়েছে এই লেন্স। এই কণাগুলি ইনফ্রারেড বিকিরণ শোষণ করে সেটিকে লাল, সবুজ এবং নীল, এই তিন রকম দৃশ্যমান আলোতে রূপান্তরিত করে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, চোখ বন্ধ অবস্থায় এই লেন্স আরও ভালভাবে কাজ করে। কারণ, ইনফ্রারেড আলো চোখের পাতাকেও ভেদ করতে পারে। এই বৈপ্লবিক প্রযুক্তির প্রয়োগ সামরিক অভিযান, নিরাপত্তা নজরদারি এবং উদ্ধারকার্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে দাবি গবেষকদের।
