আজকাল ওয়েবডেস্ক: পোকার মতো ওটা কী? মশা না ড্রোন ধরতে পারবেন না। যা এতদিন সায়েন্স ফিকশনের পাতায় সীমাবদ্ধ ছিল, তাকেই বাস্তব রূপ দিয়ে তোলপাড় ফেলে দিল চিন। সে দেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি সম্প্রতি এমন একটি মাইক্রো-ড্রোনের ভিডিও প্রকাশ করেছে, যা আকারে ও ওজনে প্রায় একটি মশার সমান। এই প্রযুক্তি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা গিয়েছে, একজন গবেষকের আঙুলের ডগায় বসে রয়েছে পতঙ্গসদৃশ ড্রোনটি। এর দৈর্ঘ্য প্রায় ১.৩ সেন্টিমিটার এবং ওজন এক গ্রামের কয়েক ভগ্নাংশ মাত্র। এহেন ক্ষুদ্র আকৃতি সত্ত্বেও এই ড্রোনে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্যামেরা, মাইক্রোফোন এবং ওয়ারলেস প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে। চীনের দাবি, সাধারণ স্মার্টফোনের মাধ্যমেই এই ড্রোন নিয়ন্ত্রণ করা সম্ভব। পতঙ্গের মতোই ডানা ঝাপটে উড়তে সক্ষম এই ড্রোনটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে, খালি চোখে একে পতঙ্গ ভেবে ভুল করা স্বাভাবিক।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ন্যানো-ড্রোন তৈরির প্রচেষ্টা নতুন নয়। কিন্তু চিনের এই সাফল্য প্রযুক্তিগত উৎকর্ষের এক নতুন দিগন্ত খুলে দিল। কিন্তু প্রশ্ন উঠছে এই ড্রোন কি সামরিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবে? না কি নজরদারির কাজে লাগানো হবে এটিকে? নির্মাতা গবেষকরা জানিয়েছেন, মূলত যুদ্ধক্ষেত্রে গোপন তথ্য সংগ্রহ, সীমান্ত পর্যবেক্ষণ এবং সন্ত্রাসদমন অভিযানে ব্যবহারের জন্যই এই ড্রোন তৈরি করা হয়েছে। পাশাপাশি, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রেও ভবিষ্যতে এই ড্রোন ব্যবহার করার ইচ্ছে রয়েছে তাঁদের।