২০২৫ সাল শুধু প্রযুক্তি বা ট্রেন্ডের বছরই নয়, ভাষার দুনিয়াতেও এনেছে বড় পরিবর্তন। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এবং দৈনন্দিন কথাবার্তায় এমন কিছু নতুন শব্দ ও ফ্রেজ ভাইরাল হয়েছে, যা আজকের প্রজন্মের চিন্তাভাবনা, অনুভূতি এবং ডিজিটাল সংস্কৃতিকে স্পষ্টভাবে তুলে ধরে। চলুন জেনে নেওয়া যাক, ২০২৫-এর সবচেয়ে চর্চিত শব্দ ও ফ্রেজগুলোর মানে ও ব্যবহার।

১. প্যারাসোশ্যাল (Parasocial):  এটি একপাক্ষিক সম্পর্ককে বোঝায়। ধরুন আপনি কোনও সেলেব্রিটি, ইনফ্লুয়েন্সার বা ইউটিউবারকে নিয়মিত দেখছেন, তার জীবনের খুঁটিনাটি জানছেন এবং তাকে নিজের খুব কাছের মনে করছেন। কিন্তু বাস্তবে তিনি আপনাকে চেনেনই না। এই আবেগঘন কিন্তু একতরফা সম্পর্কই হল প্যারাসোশ্যাল সম্পর্ক।

২. রেজ বেট (Rage bait): ইচ্ছাকৃতভাবে মানুষের রাগ বা ক্ষোভ উস্কে দেওয়ার জন্য তৈরি কনটেন্টকে বলা হয় রেজ বেট। বিতর্কিত মন্তব্য, উস্কানিমূলক ভিডিও বা পোস্ট—সবই এই বিভাগে পড়ে। 

৩. সিক্স-সেভেন (6-7 / Six-Seven): ২০২৫-এর সবচেয়ে অদ্ভুত কিন্তু জনপ্রিয় ফ্রেজ। এর কোনও নির্দিষ্ট অর্থ নেই। হঠাৎ কথার মাঝে '6-7' বললে বোঝা যায়, এটা নিছক মজা, ট্রেন্ডের অংশ, বা 'ইনসাইড জোক'।

৪. ভাইব কোডিং (Vibe coding): নিজে লাইন ধরে কোড না লিখে, এআই-কে নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেওয়াই ভাইব কোডিং। প্রযুক্তির দুনিয়ায় এই ধারণা এতটাই জনপ্রিয় হয়েছে যে একে 'ওয়ার্ড অফ দ্যা ইয়ার' ঘোষণা করেছে।

৫. অরা ফার্মিং (Aura farming): নিজের ব্যক্তিত্ব, স্টাইল বা উপস্থিতিকে পরিকল্পিতভাবে আকর্ষণীয় করে তোলাই অরা ফার্মিং। সোশ্যাল মিডিয়ায় ইমেজ তৈরি, স্মার্ট আচরণ-সবই এর অংশ।

৬. বায়োহ্যাক (Biohack): শরীর ও মনের সক্ষমতা বাড়াতে ছোট ছোট বৈজ্ঞানিক অভ্যাস যেমন ঘুমের রুটিন, ডায়েট, মেডিটেশন বা যোগব্যায়াম-এই সবই বায়োহ্যাকের উদাহরণ।

৭. ওট্রোভাট (Otrovert): যারা পুরোপুরি ইন্ট্রোভাটও নন, আবার সবসময় এক্সট্রোভাটও নন-এই মাঝামাঝি ব্যক্তিত্বের মানুষদের বোঝাতে ব্যবহৃত হচ্ছে ওট্রোভাট শব্দটি।

৮. দ্য গ্রেট লক-ইন (The Great Lock-in): কোনও লক্ষ্য পূরণের জন্য দীর্ঘ সময় ধরে নিজেকে একেবারে কাজে ডুবিয়ে রাখা-এই ফোকাসের অবস্থাকেই বলা হচ্ছে দ্য গ্রেট লক-ইন।

৯. ক্লক ইট (Clock it): কারও আসল উদ্দেশ্য, ভান বা মিথ্যে আচরণ ধরে ফেললে বলা হয় :'ক্লক ইট'। অর্থাৎ কারওর ফন্দি বুঝে ফেলা গেছে।