আজকাল ওয়েব ডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন, রাজযোগ তৈরি হওয়া কারওর জন্য শুভ, আবার কারও জীবনে অশুভ হয়। গত ২৯ অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। বুধকে বুদ্ধি, জ্ঞানের প্রতীক হিসাবে ধরা হয়। তাই বুধ যখন রাশি পরিবর্তন করে তখন মানুষের জীবনে তার বড় প্রভাব পড়ে। আগামী ১৬ নভেম্বর সকাল ৭টা ১৬ মিনিটে গ্রহের রাজা সূর্যও ওই রাশিতে প্রবেশ করবে। একই রাশিতে বুধ ও সূর্য মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। আর এতেই সুদিন আসতে চলেছে ৪ রাশির জীবনে। তাহলে কাদের উন্নতি-সাফল্য, টাকা উপচে পড়বে? জেনে নেওয়া যাক-
তুলা রাশি – চলতি মাসে সুদিন আসতে চলেছে তুলা রাশির। কর্মক্ষেত্রে কোনও অপ্রত্যাশিত সুখবর পাবেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ কাজে খুশি হতে পারে। পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আয়-ব্যয়ের সামঞ্জস্য থাকায় বাড়বে সঞ্চয়। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। পরিবারে শান্তি থাকবে।
বৃশ্চিক রাশি - বৃশ্চিক রাশির ঘরেই প্রবেশ করবে সূর্য। ফলে বুধাদিত্য রাজযোগে সবচেয়ে বেশি লাভবান হবে বৃশ্চিক রাশি। অর্থপ্রাপ্তির বড় যোগ রয়েছে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। জমি বা সম্পত্তি সম্পর্কিত সমস্যা থাকলে তা মিটে যাবে। বাড়তে পারে আয়। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। জীবনে নতুন প্রেম আসতে পারে।
মকর রাশি- বুধাদিত্য রাজযোগে সৌভাগ্য আসতে পারে মকর রাশির জীবনে। কোনও কঠিন অসুখে ভুগলে সুস্থ হয়ে উঠতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কোনও নতুন ব্যবসা করার সুযোগ আসতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের বিবাদ মিটে শান্তি ফিরবে।
কুম্ভ রাশি – বুধ-সূর্যের মিলন কুম্ভ রাশির জন্য শুভ হতে চলেছে। পারিবারিক অশান্তি মিটে যেতে পারে। জমি নিয়ে কোনও আইনি ঝামেলা চললে এবার তা মীমাংসা হওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা বড় কোনও বিনিয়োগের চুক্তি করতে পারেন। চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে।
