আজকাল ওয়েবডেস্ক: মাঝেমধ্যে এমন কিছু ঘটনা প্রাত্যহিক জীবনে ঘটে যা বিশ্বাস করা কঠিন! এমনই এক ঘটনার সাক্ষী রইলেন বেঙ্গালুরুর এক তরুণী। গোটা ঘটনার কথা নেটমাধ্যম রেডিটে লিখে প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই তরুণী। ঠিক কী হয়েছে তাঁর সঙ্গে?
তরুণী লিখেছেন, বিকেল বেলা হাঁটতে বেরিয়ে এমন এক ঘটনা তাঁর সঙ্গে ঘটেছে যা কিছুতেই ভুলতে পারছেন না তিনি। তরুণীর লেখনী অনুযায়ী তিনি একটি স্কার্ট এবং টপ পরে হাঁটতে বেরিয়েছিলেন বেঙ্গালুরুর রাস্তায়। হাঁটার সময় বছর ৩০ এর এক যুবক হঠাৎই তাঁর সঙ্গে এসে আলাপ জমান। তরুণীর কথায়, যুবককে দেখতে শুনতে মন্দ নয়। অনেকটা তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর মতো দেখতে। যুবক এতই নরম ভাষায় তাঁর সঙ্গে আলাপ করেন যে তিনিও তাঁর সঙ্গে কথা বলতে রাজি হন।
ক্রমশ কথা প্রসঙ্গে বেঙ্গালুরু শহরের বিভিন্ন ক্যাফে এবং রেস্তোঁরার প্রসঙ্গ ওঠে। তখন সেই যুবক তাঁকে কোনও ক্যাফেতে কফি খেতে যাওয়ার প্রস্তাব দেন। তরুণী লিখেছেন, “জানি না কেন আমি বোকার মতো ওর সঙ্গে কফি খেতে যেতে রাজি হয়ে যাই।” তাঁর এই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল, সে কথা নিজেই স্বীকার করেছেন তিনি। পোস্টে জানিয়েছেন, তাঁরা স্টার বাকসের একটি শাখায় যান কফি খেতে। প্রথম ১৫ মিনিট সব কিছু ঠিকই চলছিল। কিন্তু তার পরই যুবক এমন এক প্রস্তাব দেন যা হতবাক করে দেয় তাঁকে।
 
 
 আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
 
 আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
তরুণী জানান, হঠাৎ করেই যুবক কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন এবং বলেন, “কথাটা কিছুটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু তুমি আমার একটা উপকার করতে পারো?” স্বাভাবিক ভাবেই তরুণী জানতে চান কী ধরনের উপকার। আর তার পরই যুবক যা বলেন তা শুনে রীতিমতো কেঁপে ওঠেন তিনি। যুবক নিচু স্বরে বলল, “আমার কফি কাপে তুমি থুতু ফেলবে?” 
 
 তরুণী লিখেছেন, “আমি ভেবেছিলাম, ভুল শুনছি। আমি ওকে জিজ্ঞেস করি কী বললে?” তখন ওই যুবক আবার একই কথা বলেন। চূড়ান্ত ঘাবড়ে যান তরুণী। তৎক্ষণাৎ টেবিল থেকে উঠে বেরিয়ে যেতে চান তিনি। তখনই দ্বিতীয় প্রস্তাব দেন যুবক। তরুণীকে বলেন, “তুমি যদি আমার কাপে থুতু ফেলো, আমি তোমাকে হাজার টাকা দেব।” তরুণী এতই ঘাবড়ে যান যে ছুটে ক্যাফে থেকে বেরিয়ে আসেন তিনি। দ্রুত নিকটবর্তী মেট্রো স্টেশনে গিয়ে বাড়ির ট্রেন ধরেন।
গোটা ঘটনার কথা দীর্ঘ পোস্টে লিখে সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তরুণী। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁর পোস্ট। যুবক কেন এমন প্রস্তাব দিলেন, কিংবা তরুণীর পালিয়ে আসা ঠিক ছিল কি না ইত্যাদি নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছেন নেটাগরিকরাও। কেউ জানিয়েছেন, পালিয়ে এসে ঠিকই করেছেন তরুণী, কারণ এই ধরনের আচরণ খুবই সন্দেহজনক। কেউ মনে করছেন, যুবক তাঁকে পরীক্ষা করছিলেন, যে তরুণী হাজার টাকার বিনিময়ে নিজের আত্মমর্যাদা ত্যাগ করতে রাজি হন কী না। তবে মোটামুটি সকলেই এই বিষয়ে একমত যে এহেন ঘটনা কোনও সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়।
