আজকাল ওয়েব ডেস্ক: চলতি সপ্তাহে একের পর এক আলোড়ন তৈরি করতে চলেছে বুধ। বর্তমানে বুধ বক্রী দশায় রয়েছে। গতকাল ২২ অগস্ট বুধ বিপরীতমুখী চলনে সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছে। এরপর আগামী ২৮ অগস্ট ফের মার্গী হবে বুধ, অর্থাৎ বক্রী চলন ছেড়ে সোজা পথে ফিরবে। আগামী ২৬ অগস্ট সোমবার বুধ উদিত হবে। আবার সেই দিনেই পালিত হবে জন্মাষ্টমী। সৌরজগতের সবচেয়ে ছোট ও সবচেয়ে দ্রুত নিজের স্থান বদল করে বুধ। এই গ্রহ বক্রী চলনে কর্কটে গোচর করলে সবচেয়ে লাভবান হবে পাঁচ রাশি। 

কন্যা- এই রাশির অধিপতি গ্রহ হল বুধ। তাই বক্রী বুধের স্থান পরিবর্তন কন্যা রাশির জন্য লাভজনক হতে চলেছে। কন্যা রাশির অধিকারীদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অফিসের কাজে আসবে সাফল্য, নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের মন জয় করতে পারবেন।

তুলা- কর্কট রাশিতে বক্রী বুধের গোচরের ফলে আর্থিক অবস্থায় তুলা রাশির উন্নতি হবে। আগের চেয়ে শক্তিশালী হবে সৌভাগ্য, জীবনের সব ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারবেন। উপার্জনের নতুন পথ খুলে যাবে। পরিবারের সকলের সমর্থনে উন্নতির শিখরে পৌঁছবেন। অফিসে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। শারীরিক সমস্যা থেকেই মুক্তি পাবেন।

ধনু- আজ থেকে বুধ বিপরীত চলনে ধনু রাশিতে এসেছে। এই সময় ধনু রাশির অধিকারীরা নিজের ব্যবহার ও ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন খেয়াল করবেন। যুক্তি সহকারে নিজের মতামত অন্যের সামনে তুলে ধরতে পারবেন। কেরিয়ারে বড় সাফল্য পাওয়ার যোগ আছে। পরিবারে শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। 

বৃশ্চিক- কর্কট রাশিতে বক্রী বুধ হলে বৃশ্চিক রাশির জন্য শুভ সময়। এই রাশির অধিকারীদের মনের সব ইচ্ছে পূরণ হবে। বিদেশ সফরে যাওয়ার যোগ আছে। চাকরি-ব্যবসায় উন্নতি পাবেন। মনের সব দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। যে কোনও সব বিষয়ে পাশে পাবেন পরিবারকে। 

বৃষ- বক্রী বুধ কর্কট রাশিতে এলে কেরিয়ারে বড় সাফল্য লাভ করতে পারবেন বৃষ রাশির মানুষেরা। এই সময় নিজের কঠোর পরিশ্রমের সুফল পাবেন। সকলের কাছে কাজের প্রশংসা পাবেন। চাকরি পরিবর্তন করতে চাইলেও এই সময়টা শুভ। ব্যবসায়ীরা আর্থিক লাভ করতে পারবেন। বুদ্ধিদীপ্ত কথা দিয়ে মন জয় করতে পারবেন আপনিও।