জানেন ২০২৫ সালের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হল আজ ১২ আগস্ট? হ্যাঁ, ঠিকই পড়ছেন। বিশ্বের নানা প্রান্তের জ্যোতিষবিদরা বলছেন, মঙ্গলবার এমন এক দিন, যা চলতি বছরের সবচেয়ে ইতিবাচক দিন বলে গণ্য করা হচ্ছে। বিশেষ করে প্রেম, সম্পর্ক, ব্যক্তিগত উন্নতি ও নতুন সুযোগের ক্ষেত্রগুলোতে এই দিনের প্রভাব সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।

আসলে আজ এক বিরল জ্যোতিষীয় ঘটনা ঘটছে। শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে কর্কট রাশিতে মিলিত হয়েছে। এই মিলনকে বলা হচ্ছে “গোল্ডেন অ্যাসপেক্ট”, যা প্রেম, সম্পর্ক এবং আর্থিক সাফল্যের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। আজকের দিনে শুক্র ও বৃহস্পতির কর্কট রাশিতে নিখুঁত সংযোগ মনের সব ইচ্ছা পূরণ হতে পারে। কর্কট রাশির জাতকরা বিশেষভাবে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। বিশেষ করে যাদের ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে জন্মতারিখ তাঁদের ভাগ্যের চাকা ঘুরতে পারে। 

আরও পড়ুনঃ মঙ্গল-বুধের বিরল সংযোগে আসছে সুখের সময়! চাকরি-ব্যবসায়ে বিরাট উন্নতি, টাকার জোয়ারে ভাসবে এই ৪ রাশি

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র এবং বৃহস্পতি উভয়ই গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র হল জীবনের প্রেম, সম্পর্ক, ফ্যাশন, বিলাসিতা এবং সম্পদের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে, বৃহস্পতি হল ভাগ্য, কর্তৃত্ব, প্রজ্ঞা এবং প্রসারের প্রতিনিধিত্ব করে। যখন দুটি গ্রহ কর্কট রাশিতে ১৪ ডিগ্রিতে সংযোগে আসে, তখন বেশ কয়েকটি রাশির জীবনে দারুণ ফলাফল নিয়ে আসে। বৃহস্পতি প্রতি ১২ বছর অন্তর প্রতিটি রাশিতে গমন করে। আর সেই কারণেই দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে এই সংযোগ এত বিরল। এমন ঘটনা শেষবার ২৩ বছর আগে ঘটেছিল।

কারা বেশি উপকৃত হবেন? জ্যোতিষবিদরা মনে করছেন, কর্কট, মীন, ধনু, মকর এবং বৃশ্চিক রাশির জাতকরা এই দিনে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। তবে অন্যান্য রাশির জন্যও এটি নতুন সুযোগ ও ইতিবাচক পরিবর্তনের সময় হতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ ধরনের বিরল গ্রহসংযোগ অনেক সময় জীবনের বড় পরিবর্তনের সূচনা করে। তাই অনেকে আজকের দিনটিকে ‘বছরের সেরা দিন’ হিসেবে ক্যালেন্ডারে চিহ্নিত করেছেন। বিশেষজ্ঞদের মতে, আজকের দিনটি নতুন পরিকল্পনা শুরু করা, গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রস্তাব দেওয়া, পুরনো দ্বন্দ্ব মিটিয়ে ফেলা এবং নিজের লক্ষ্য পূরণের দিকে পদক্ষেপ নেওয়ার জন্য আদর্শ। অনেকেই বিশ্বাস করেন, আজ মনের কোনও অপূর্ণ ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হতে পারে।