আজকাল ওয়েব ডেস্ক: দাগছোপদীন, উজ্জ্বল ত্বকে নজর কাড়তে চান সকলেই। যার জন্য কসরতেরও খামতি নেই। আসলে রোজকার জীবনে যতই সানস্ক্রিন মেখে বাইরে যান, কম-বেশি ট্যান পড়বেই। রোদে পোড়া ট্যান জমতে জমতেই ফিকে হতে থাকে উজ্জ্বলতা। সঙ্গে রয়েছে অস্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস সহ ত্বকের আরও নানান সমস্যা। তবে কারণ যাই হোক না কেন, গায়ের রং উজ্জ্বল করতে যে কম-বেশি সকলেই চান তা বলাই বাহুল্য। যার জন্য সবসময়ে যে নামী-দামি রূপচর্চার উপর ভরসা রাখতে হবে, এমনটা নয়। ঘরোয়া উপাদানে তৈরি প্যাকের মাধ্যমেও বাড়াতে পারেন ত্বকের উজ্জ্বলতা। এমনকী জানলে অবাক হবেন একটি প্যাক নিয়মিত ব্যবহার করলে আপনার গায়ের রং ১০০ বছর বয়সেও উজ্জ্বল থাকবে। রইল সেই ম্যাজিক প্যাকের হদিশ।
উপকরণ:
চালের আটা
বেকিং সোডা
লেবুর রস
গোলাপজল
নারকেল তেল।
পদ্ধতি:
প্যাক তৈরির জন্য প্রয়োজন চালের গুঁড়ো, বেকিং সোডা, লেবুর রস, গোলাপজল এবং নারকেল তেল। এককটি পাত্রে সবকটি উপাদান পরিমাণ মতো নিয়ে ভালভাবে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে ম্যাজিক ফেসপ্যাক। প্যাকটি নিয়মিত লাগালেই হাত-পা সহ সারা শরীরে লাগিয়ে নিন। কয়েক দিনের মধ্যে হাতেনাতে পাবেন ফল।
ত্বকের পরিচর্যায় চালের গুঁড়ো যে ব্যবহার করা যায় তা অনেকেই জানেন না। চালের গুঁড়ো তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কারণ চালের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। এছাড়াও এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা র্যাযশ, চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দেয়। আবার নারকেল তেল শুধু চুলের জন্য নয়, উজ্জ্বল ত্বকের জন্যও কার্যকরী। নিয়মিত ময়েশ্চারাইজার হিসাবে নারকেল কেল ব্যবহার করলে উপকার পাবেন। অন্যদিকে, রূপচর্চার জন্য গোলাপজল দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। লেবুর রস এবং বেকিং সোডা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
